ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসর চলছে। আসরের ৩৩তম ম্যাচে গত বৃহস্পতিবার মুখোমুখি হয় মুম্বাই ইন্ডিয়ান্স বনাম পাঞ্জাব কিংস।
সেই ম্যাচে আচরণবিধি ভেঙে শাস্তি পেয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাটসম্যান টিম ডেভিড ও ব্যাটিং কোচ কাইরন পোলার্ড। দুইজনকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।
আজ শনিবার আইপিএল কর্তৃপক্ষের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার পাঞ্জাব কিংসের বিপক্ষে লড়াইয়ে ‘স্পিরিট অব ক্রিকেট’ বিধি ভেঙেছেন মুম্বাইয়ের দুই সদস্য। তবে ক্রিকেটের চেতনা পরিপন্থী কোন কাজটি করতেছেন তারা, নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।
ডেভিড ও পোলার্ড দুইজনই নিজেদের অপরাধ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারি সাঞ্জায় ভার্মার দেওয়া শাস্তি মেনে নিয়েছেন।
সেই ম্যাচে সূর্যকুমার যাদবের ৫৩ বলের ৭৮ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটে ১৯২ রান করে মুম্বাই ইন্ডিয়ান্স। রোমাঞ্চকর সেই ম্যাচে লড়াই করেও শেষ পর্যন্ত ৯ রানে হেরে যায় পাঞ্জাব।