Logo
Logo
×

খেলা

‘বিশ্বকাপে প্রত্যাশা নিয়ে মাতামাতি না করি’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৪, ১০:৫০ পিএম

‘বিশ্বকাপে প্রত্যাশা নিয়ে মাতামাতি না করি’

অনেক আশা নিয়ে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলতে যাওয়া বাংলাদেশ দল যারপরনাই হতাশ করেছে।  বিশ্বকাপে বিব্রতকর পারফরম্যান্সের পর সমালোচনার মুখে পড়ে টাইগাররা। 

প্রতিটি বিশ্বকাপের আগে প্রত্যাশার ফানুস ওড়ে। এবার সমর্থকদের আশা করতে মানা করেছেন নাজমুল হোসেন শান্ত। মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ অধিনায়ক। বিশ্বকাপে প্রত্যাশা নিজেদের ভেতরে রাখার অনুরোধ করেন তিনি। 

টি-েটোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে দেড় মাসেরও কম সময় বাকি। এবার বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। নাজমুল বলেন, ‘প্রতিটি বিশ্বকাপের আগে অনেক প্রত্যাশা থাকে আমাদের সবার। এটা করব, সেটা করব, অনেক কথা হয়। আপনাদের কাছে আমার অনুরোধ, প্রত্যাশা খুব বেশি করার দরকার নেই।’ 

তার চাওয়া প্রত্যাশা থাকুক সবার মনে, ‘প্রত্যাশা মনের ভেতরেই থাক। বাংলাদেশ দল কী চায় আপনারাও জানেন, আমরাও জানি। সবাই চায় আমরা বড় কিছু করি। কিন্তু এ নিয়ে খুব বেশি মাতামাতি আমার ভালো লাগে না। দরকারও নেই। ফলাফল হলে এমনিতেই বোঝা যাবে।’

অধিনায়ক জানালেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সেরাটা দেবে তার দল। তিনি বলেন, ‘একটা জিনিস বলতে পারি, যে দলটা খেলবে, প্রতিটি ম্যাচ জেতার জন্য ১২০ ভাগ নিজেদের উজাড় করে দেবে। এই নিশ্চয়তা আমি দিতে পারি। প্রতিবার অনেক আশা নিয়ে যাই, অনেক আশা নিয়ে খেলি। আগে থেকে এত প্রত্যাশা এসব নিয়ে যেন মাতামাতি না করি।’

তামিম ইকবালের ফেরা নিয়ে নাজমুল বলেন, ‘তামিম ফিরলে সবচেয়ে বেশি খুশি হব আমি। তিনি যে সংস্করণেই ফিরবেন সেটাতেই লাভ। তবে সবার আগে তামিম ভাইয়ের ফেরার ইচ্ছাটা দরকার।’ মোস্তাফিজুর রহমান দেশের হয়ে খেলার চেয়ে আইপিএলকে বেশি গুরুত্ব দেন, এই অভিযোগ মানতে রাজি নন বাংলাদেশ অধিনায়ক।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম