Logo
Logo
×

খেলা

আইপিএলে দিল্লির অনন্য নজির

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৪, ০২:০৮ পিএম

আইপিএলে দিল্লির অনন্য নজির

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি ১৭তম আসরের ২৬তম ম্যাচে গতকাল শুক্রবার লখনৌ সুপার জায়ান্টের মুখোমুখি গড়ল দিল্লি ক্যাপিটালস।

এদিন আগে ব্যাটিংয়ে নেমে ৯৪ রানে ৭ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় লখনৌ। তবে অষ্টম উইকেটে ৪৫ বলে ৭৩ রানের রেকর্ড জুটি গড়েন আয়ুষ বাদোনি ও আর্শাদ খান। তাদের কল্যাণে লড়াই করার মতো পুঁজি পায় লখনৌ।

আইপিএলের ইতিহাসে অষ্টম উইকেট জুটিতে সর্বোচ্চ রান তুলেন আয়ুষ এবং আর্শাদ। এর আগে ২০১৪ সালে অষ্টম উইকেট জুটিতে সর্বোচ্চ ৬৯ রান করেছিলেন রাজস্থান রয়েলসের দুই তারকা ব্র্যাড হগ ও জেমস ফকনার। 

লখনৌর বিপক্ষে টার্গেট তাড়া করতে নেমে ১১ বল হাতে রেখেই ৬ উইকেটের দাপুটে জয় পায় দিল্লি ক্যাপিটালস। চলতি আসরে এটি তাদের দ্বিতীয় জয়। এই জয়ের মধ্যে দিয়েই আইপিএলের ইতিহাসে লখনউয়ের বিরুদ্ধে এক অনন্য নজির গড়ে দিল্লি। 

শুক্রবার ম্যাচ জয়ের মধ্য দিয়ে আইপিএলের ইতিহাসে সুপার জায়ান্টসের বিপক্ষে ১৬০ বা তার বেশি রান তাড়া করে ম্যাচ জেতা প্রথম দল হওয়ার নজির গড়েছে দিল্লি। দলের জয়ে জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক সর্বোচ্চ ৫৫ রান করেন। ৪১ ও ৩২ রান করেন অধিনায়ক ঋষভ পন্ত ও পৃথ্বী শ। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম