Logo
Logo
×

খেলা

ঈদে শোয়েব-সানার রোমান্টিক ছবি হৃদয় কাড়ল ভক্তদের  

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৪, ১০:৩৭ এএম

ঈদে শোয়েব-সানার রোমান্টিক ছবি হৃদয় কাড়ল ভক্তদের  

ঈদুল ফিতরে চুটিয়ে আনন্দ করেছেন শোয়েব মালিক ও সানা জাভেদ জুটি। ঈদের দিন তোলা তাদের রোমান্টিক ছবি হৃদয় কেড়েছে ভক্ত-দর্শকদের।এটাই এই জুটির একসঙ্গে প্রথম ঈদ উদযাপন।খবর সামা টিভির।

চলতি বছর জানুয়ারির ২০ তারিখে তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হন। এর আগে টেনিস সেনসেশন সানিয়া মির্জার সঙ্গে ছাড়াছাড়ি হয় পাকিস্তানের সাবেক ক্রিকেট অলরাউন্ডারের।

ঈদের দিনে তারা একে অপরের সঙ্গে ঘনিষ্টভাবে ছবি তুলেন। ভালোবাসায় মাখামাখি সেই ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে দুজনের গভীর সম্পর্কের প্রমাণ খুঁজে পাওয়া যায়।

সানা জাভেদ অফ হোয়াইট রঙের শাড়ি পড়েছেন। আর শোয়েব কালো রঙের পাঞ্জাবি পড়েছেন।

এদিকে শোয়েব মালিকের সাবেক স্ত্রী সানিয়া মির্জা তার প্রফেশনাল লাইফের সঙ্গে মাতৃত্বের সমন্বয়ের চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম