ঈদের নামাজ পড়তে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে সাকিব
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৪, ০৭:৪১ পিএম
গত ৩ এপ্রিল চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্ট ম্যাচটি শেষ হয়। ঈদের আগে জাতীয় দলের আর কোনো খেলা না থাকায় পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে যুক্তরাষ্ট্রে যান সাকিব আল হাসান।
বিশ্বসেরা এই অলরাউন্ডার ঈদের দিনে নিউইয়র্কের জ্যামাইকাতে নামাজ আদায় করতে গিয়ে বিব্রতক পরিস্থিতিতে পড়েন। তার সঙ্গে সেলফি তুলতে চাইলে ভক্তকে ধাক্কা দেয়ার অভিযোগ উঠে।
পরবর্তীতে মোনাজাত না করেই ঈদগাহ থেকে ফিরে যাওয়ার চেষ্টা করেন সাকিব আল হাসান। সে সময় তাকে ঘিরে উপহাস করে অনেকে ‘ভুয়া, ভুয়া’ বলে স্লোগান দেন।
এর আগে সবশেষ জাতীয় নির্বাচনের সময়ে সাকিব আল হাসান যখন মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রচারণায় ব্যস্ত ছিলেন, তখন এক ভক্ত-সমর্থক তার সাথে সেলফি তোলার আবদার করেন। সাকিব ব্যস্ততার কারণে ওই ভক্তকে সময় দিতে পারছিলেন না। কিন্তু সেই ভক্ত বিরক্ত করেই যাচ্ছিলেন। যে কারণে সাকিব ওই ভক্তকে থাপ্পর মারেন।