Logo
Logo
×

খেলা

প্রতিশোধের ম্যাচেও হার, ক্লাব বিশ্বকাপের স্বপ্নও শেষ মেসিদের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৪, ০৪:৩০ পিএম

প্রতিশোধের ম্যাচেও হার, ক্লাব বিশ্বকাপের স্বপ্নও শেষ মেসিদের

কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগের ম্যাচে মন্টেরেয়র বিপক্ষে ২-১ গোলে হারে লিওনেল মেসিদের ইন্টার মিয়ামি।

ঘটনাবহুল সেই ম্যাচে ভিআইপি গ্যালারি থেকে প্রতিপক্ষের ড্রেসিংরুমে গিয়ে অসদাচরণ করেন লিওনেল মেসি। যে কারণে মেসিকে নিয়ে কটূক্তি করেন মন্টেরেয়র কোচ। 

গতকাল ফিরতি লেগে মন্টেনির সঙ্গে ফের সাক্ষাত হয় ইন্টার মিয়ামির। দুই দলের আগের ম্যাচটি ঘটনাবহুল হওয়ায় ধারণা করা হয়েছিল এদিনের ম্যাচেও হাড্ডা হাড্ডি লড়াই হবে। 

কিন্তু মন্টেরেয়র প্রতিরোধ গড়ে তুলতে পারেনি ইন্টার মায়ামি। আগের ম্যাচে ২-১ গোলের ব্যবধানে হারলেও গতকাল হেরে যায় ৩-১ ব্যবধানে।  এই হারে ২০২৫ সালে ক্লাব বিশ্বকাপে খেলার স্বপ্নও ভেঙে গেল ইন্টার মিয়ামির। 

৩৫ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করতে ব্যর্থ হন মেসি। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে মেসির পাস ধরে সুয়ারেজ গোল করলেও অফসাইডের কারণে বাতিল হয়।

বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে মায়ামি। সবাই তখন তাকিয়ে ছিল মেসির দিকে। যদিও চোট কাটিয়ে ফেরা মেসি ছিলেন কিছুটা ছন্দহীন।  শেষ পর্যন্ত দুই লেগ মিলিয়ে ৫-২ গোলে পিছিয়ে থেকে বিদায় নেয় মায়ামি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম