Logo
Logo
×

খেলা

লিটন শান্তর বাজে পারফরম্যান্সের প্রভাব পড়েছে র‌্যাংকিংয়ে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৪, ০৪:৫৯ পিএম

লিটন শান্তর বাজে পারফরম্যান্সের প্রভাব পড়েছে র‌্যাংকিংয়ে

শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে সদ্য শেষ হওয়া দ্বিপাক্ষিক সিরিজে ছন্নছাড়া পারফরম্যান্স লিটন কুমার দাসের। জাতীয় দলের এই তারকা ওপেনার প্রত্যাশিত মানের ব্যাটিং করতে পারেননি।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ফেরেন ০, ৩৬ ও ৭ রানে। এরপর দুই ম্যাচের ওয়ানডেতে ০ ও ০ রানে আউট হওয়ায় তৃতীয় ম্যাচে সুযোগ পাননি।

সবশেষ দুই ম্যাচের টেস্ট সিরিজের চার ইনিংসে লিটন আউট হন ২৫, ০, ৪ ও ৩৮ রানে। শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট মিলে ১০ ইনিংসে ব্যাট করে লিটন করেন মাত্র ১১৫ রান।

টেস্টে চার ইনিংসে মাত্র ৬৭ রান করায় টেস্ট র‌্যাংকিংয়ে ভালোভাবেই পড়েছে। আইসিসির টেস্ট ব্যাটিং র‌্যাংকিংয়ে লিটন পাঁচ ধাপ পিছিয়ে নেমে গেছেন ২৯ নম্বরে।

লিটনের মতো অধিনায়ক নাজমুল হোসেন শান্তরও একই অবস্থা। তিনি ওয়ানডে সিরিজে সেঞ্চুরি করলেও টেস্টে ছিলেন যাচ্ছেতাই। তিনি দুই টেস্টের চার ইনিংসে করেন মাত্র ৩২ রান, চট্টগ্রাম টেস্টে তার ব্যাট থেকে আসে ১ আর ২০ রান। এমন বাজে পারফরম্যান্সের কারণে ৮ ধাপ পিছিয়ে শান্ত নেমে গেছেন ৬১তম পজিশনে।

তবে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে মুমিনুল হক, জাকির হাসান ও মেহেদি হাসান মিরাজের। চট্টগ্রাম টেস্টে ৫৪ এবং ১৯ রানের দুটি ইনিংস খেলা জাকির তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন ৭৫ নম্বরে।

দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৮১ করা মেহেদী হাসান মিরাজ ৯৯ থেকে ১১ ধাপ এগিয়ে এসেছেন ৮৮তম অবস্থানে। অন্যদিকে ৩৩ এবং ৫০ রানের দুটি ইনিংস খেলে চার ধাপ এগিয়ে ৪৬ নম্বরে উঠে এসেছেন মুমিনুল হক।

অভিষিক্ত পেসার হাসান মাহমুদ টেস্ট বোলিং র‌্যাংকিংয়ে একশর মধ্যে ঢুকে পড়েছেন। চট্টগ্রাম টেস্টে ৬ উইকেট নেওয়া এই পেসার এখন ৯৫তম অবস্থানে।

তিন ধাপ পিছিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। এখন তিনি ১৮ নম্বরে। মেহেদী হাসান মিরাজ চার ধাপ পিছিয়ে ২৪তম অবস্থানে। চট্টগ্রাম টেস্টে ৩ উইকেট পাওয়া পেসার খালেদ আহমেদ ছয় ধাপ এগিয়ে এখন ৮৩ নম্বরে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম