গ্যারি কার্স্টেন সম্পর্কে যা বললেন মোহাম্মদ ইউসুফ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৪, ০১:১৬ পিএম
মিকি আর্থার, গ্র্যান্ট ব্র্যাডবার্ন ও অ্যান্ড্র পুটিককে জাতীয় দলের দায়িত্ব থেকে ক্রিকেট বিশ্বকাপ শেষে সরিয়ে দেওয়ার পর এখনো স্থায়ী নতুন কোচ নিয়োগ দিতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন সঠিক হলে এ মাসেই নতুন কোচ পেতে যাচ্ছেন বাবর আজমরা।
গত শনিবার জিও নিউজ জানিয়েছে, সাদা ও লাল বলের সংস্করণের জন্য দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান গ্যারি কারস্টেন ও অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পিকে নতুন প্রধান কোচ হিসাবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।
চলতি মাসের ১৮ তারিখ থেকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। সেই সিরিজে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার আজহার মাহমুদকে অন্তবর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান।
তবে চলতি মাসের শেষ দিকেই জাতীয় দলের জন্য স্থায়ী প্রধান কোচ নিয়োগ দিতে পারে পিসিবি। সম্ভাব্য কোচের তালিকায় থাকায় গ্যারি কার্স্টেনকে নিয়োগের ব্যাপারে চূড়ান্ত করা হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ।
পাকিস্তানের সংবাদমাধ্যমের সূত্রে জানা যায়, মঙ্গলবার জাতীয় নির্বাচক কমিটির সদস্য মোহাম্মদ ইউসুফ দক্ষিণ আফ্রিকার ক্রিকেট কোচ গ্যারি কার্স্টেনকে প্রধান কোচ হিসেবে মনোনীত করেছেন।
এক সংবাদ সম্মেলনে কথা বলার সময় পাকিস্তানের প্রধান কোচ হিসেবে কার্স্টেনের নাম জানান পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ।