Logo
Logo
×

খেলা

আইপিএলে নিজের রেকর্ড ভাঙতে পারেন মোস্তাফিজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৪, ০৬:২২ পিএম

আইপিএলে নিজের রেকর্ড ভাঙতে পারেন মোস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসর চলছে। টুর্নামেন্টের এবারের আসরে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসে খেলছেন মোস্তাফিজুর রহমান।

চলতি আসরে দুর্দান্ত পারফরম্যান্স করছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

আসরের উদ্বোধনী ম্যাচে বিরাট কোহলিদের রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে অবিশ্বাস্য পারফরম্যান্স করে চেন্নাইয়ের জয়ে অবদান রাখেন মোস্তাফিজ। সেই ম্যাচে ৪ ওভারে ২৯ রানে ৪ উইকেট শিকার নিয়ে ম্যাচ সেরা হন কাটার মাস্টার।

দ্বিতীয় ম্যাচে গুজরাটের বিপক্ষে চেন্নাইয়ের টানা দ্বিতীয় জয়ে ৩০ রানে ২ উইকেট নেন মোস্তাফিজ। তৃতীয় ম্যাচে দিল্লির বিপক্ষে ১৯২ রান তাড়ায় হেরে যায় চেন্নাই। সেই ম্যাচে ৪৭ রান খরচ করে ১ উইকেট নেন মোস্তাফিজ। 

এরপর দলের চতুর্থ ম্যাচে খেলতে পারেননি মোস্তাফিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের ভিসা প্রসেসিংয়ের জন্য দেশে ফিরে এসে আবার ভারত সফরে যান। গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে চেন্নাইয়ের তৃতীয় জয়ে ২২ রানে ২ উইকেট নেন মোস্তাফিজ।

আইপিএলের চলতি আসরে ইতোমধ্যে চার ম্যাচে ৯ উইকেট শিকার করে শীর্ষে রয়েছেন মোস্তাফিজ। সমান ম্যাচে ৮ উইকেট নিয়ে দ্বিতীয় পজিশনে ভারতীয় স্পিনার যুজবিন্দ্র চাহাল।

উইকেট শিকারের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আইপিএলে নিজেই নিজের রেকর্ড ভাঙতে পারেন মোস্তাফিজ। এর আগে ২০১৬ সালের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৬ ম্যাচ খেলে ১৭ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ।

আইপিএলে সব মিলিয়ে ৫২ ম্যাচ খেলে মোস্তাফিজ উইকেট পেয়েছেন ৫৬টি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম