ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসর চলছে। টুর্নামেন্টের এবারের আসরে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসে খেলছেন মোস্তাফিজুর রহমান।
এবারের আসরে চেন্নাই ইতোমধ্যে পাঁচ ম্যাচে অংশ নিয়ে তিনটিতে জয় পেয়েছে। দলের তিন জয়ে দারুণ পারফর্ম করেন মোস্তাফিজ।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভিসা সংক্রান্ত কাজে বাংলাদেশে ফেরায় চেন্নাইয়ের চতুর্থ ম্যাচে খেলতে পারেননি মোস্তাফিজ। গত বৃহস্পতিবার ভিসাসংক্রান্ত কাজে ঢাকায় এসে গত রোববার সন্ধ্যায় চেন্নাইয়ের উদ্দেশে উড়াল দেন মোস্তাফিজ।
গতকাল সোমবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ঘরের মাঠ চেন্নাইয়ে মোস্তাফিজদের ছিল পঞ্চম ম্যাচ। এই ম্যাচের একাদশে সুযোগ পেয়ে দারুণ পারফরম্যান্স করেছেন বাঁহাতি এ পেসার।
মোস্তাফিজের তোপের মুখে পড়ে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রানের বেশি করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। ৪ ওভারে মাত্র ২২ রানে ২ উইকেট শিকার করেন মোস্তাফিজ।
এদিন ২ উইকেট শিকারের মধ্য দিয়ে আইপিএলে চলতি আসরে ৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে শীর্ষে মোস্তাফিজুর রহমান। সমান ম্যাচে ৮ উইকেট নিয়ে দ্বিতীয় পজিশনে ভারতীয় স্পিনার যুজবিন্দ্র চাহাল।
আইপিএলের উদ্বোধনী ম্যাচে বিরাট কোহলিদের রয়েল চ্যালেঞ্জার্সের বিপক্ষে ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন কাটার মাস্টার।
ঈদের পরই জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চেন্নাইয়ের হয়ে আইপিএল খেলার জন্য তাকে এনওসি (অনাপত্তিপত্র) দিয়েছে বিসিবি।
যে কারণে ১৪ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্স, ১৯ এপ্রিল লখনৌ সুপার জায়ান্টস, ২৩ এপ্রিল ফের লখনৌ সুপার জায়ান্টস, ২৮ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে মোস্তাফিজকে পাবে চেন্নাই।
এরপর ১ ও ৫ মে পাঞ্জাবের বিপক্ষে চেন্নাইয়ের পরপর দুই ম্যাচ, ১০ মে গুজরাট, ১২ মে রাজস্থান রয়েলস, ১৮ মে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ খেলবে চেন্নাই। তার মানে ৩০ এপ্রিল মোস্তাফিজ যদি দেশে ফিরে আসেন চেন্নাই তাদের শেষ ৫ ম্যাচে মোস্তাফিজের সার্ভিস পাবে না।