বর্তমান সময়ের অন্যতম সেরা দুই পেস বোলার হলেন ভারতের জাসপ্রিত বুমরাহ ও পাকিস্তানের নাসিম শাহ। তাদের বোলিং নৈপুণ্যে একাধিক ম্যাচে জয় পায় দল।
তবে শেষ ওভারে যদি ম্যাচ বাঁচাতে ১০ রান প্রয়োজন হয়, তবে অধিনায়ক হিসেবে কাকে বেছে নেবেন বাবর আজম। বুমরাহকে না সতীর্থ নাসিম শাহকে।
এমন এক প্রশ্নে নাসিম শাহকেই এগিয়ে রাখলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
এই সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম বলেন, ‘নাসিম শাহ যেভাবে ইনজুরির পর ফিরে এসেছে... তার দক্ষতা অসাধারণ। পাকিস্তানে এ রকম প্রতিভা আমরা সচরাচর দেখি না। শাহিন শাহ আফ্রিদি তার নিজের ক্লাসে আছে। কিন্তু নাসিম একই রকম গতিপথে রয়েছে, আর এর মধ্যে মূল্যবান অভিজ্ঞতা অর্জন করছে সে।’
নাসিমকে নিয়ে অবশ্য বড় স্বপ্নই দেখছে পাকিস্তান। সবশেষ ভারত বিশ্বকাপে এই তরুণ পেসারকে পায়নি পাকিস্তান। চোটের কারণে খেলতে পারেনি তিনি। যেই শূন্যতা পুরো আসরজুড়েই ভুগিয়েছে পাকিস্তানকে। চোট কাটিয়ে সম্প্রতি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছেন নাসিম শাহ। সব ঠিক থাকলে জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও থাকবেন তিনি।