Logo
Logo
×

খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপে অনিশ্চিত তাইজুল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৪, ০৯:৩১ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে অনিশ্চিত তাইজুল

বাংলাদেশ টেস্ট দলে অটোমেটিক চয়েজ তাইজুল ইসলাম। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে অনিয়মিত তিনি। জুনে ওয়েষ্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। 

কয়েক দিন আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাবনায় থাকা বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ঢাকার যুক্তরাষ্ট্র এম্বাসিতে ভিসা প্রক্রিয়ার কাজে যান। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র জানিয়েছে, লিগামেন্টের চোটে পড়েছেন তাইজুল। শ্রীলংকার বিপক্ষে দুই টেস্টে চোট নিয়েই খেলেছেন তিনি। চোটের কারণে অন্তত তিন মাস তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে। যদি তাই হয় টি-টোয়েন্টি বিশ্বকাপে তাইজুলের খেলার সম্ভাবনা নেই। 

বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, তাইজুল ও সৌম্যর (সরকার) পুনবার্সন চলছে। দুজনই চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে আছেন। ঈদের পর ফিটনেস পরীক্ষা দেবেন তারা। এরপরই বুঝতে পারব চোট কতখানি গুরুতর।

শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাঁ পায়ে চোট পান সৌম্য। এরপর শুরু হয় তার চোট কাটিয়ে ওঠার লড়াই। যে কারণে খেলতে পারছেন না ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। আসন্ন জিম্বাবুয়ে সিরিজেও অনিশ্চিত সৌম্য।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম