২০২২ সাল থেকে রাশিয়ার সামরিক আগ্রাসনে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। বিপন্ন জন্মভূমির জন্য হাঁসফাঁস করছে আলেকসান্দার জিনচেঙ্কোর মন। দেশবাসীর পাশে দাঁড়াতে এরই মধ্যে ১০ লাখ পাউন্ড দান করেছেন আর্সেনালের এই তারকা ডিফেন্ডার।
এবার জিনচেঙ্কো জানালেন, ইউক্রেন থেকে ডাক এলে ফুটবলের সবুজ মাঠ ছেড়ে অস্ত্র হাতে যুদ্ধের ময়দানে যেতে দ্বিতীয়বার ভাববেন না তিনি।
ছয় বছর ম্যানসিটিতে খেলে ২০২২ সালে আর্সেনালে যোগ দেন ২৭ বছর বয়সি জিনচেঙ্কো। সম্প্রতি বিবিসির এক অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়েছিল, যুদ্ধে যাওয়ার ডাক পেলে যাবেন কি না।
জিনচেঙ্কোর সটান জবাব, ‘এখানে ভাবাভাবির কিছু নেই। পরিষ্কার উত্তর হলো, আমি যাব। আমার স্কুলজীবনের অনেক বন্ধু সেনাবাহিনীতে যোগ দিয়েছে। আমরা শুধু ফুটবল খেলতাম। এখন ওরা দেশ রক্ষা করছে। প্রয়োজন হলে আমিও হাত গুটিয়ে বসে থাকব না। আমরা হাল ছেড়ে দিতে পারি না।’