Logo
Logo
×

খেলা

পাকিস্তানের নতুন কোচ গ্যারি কারস্টেন ও গিলেস্পি!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪, ০৮:২৪ পিএম

পাকিস্তানের নতুন কোচ গ্যারি কারস্টেন ও গিলেস্পি!

মিকি আর্থার, গ্র্যান্ট ব্র্যাডবার্ন ও অ্যান্ড্র– পুটিককে জাতীয় দলের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পর এখনো স্থায়ী নতুন কোচ নিয়োগ দিতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন সঠিক হলে এ মাসেই নতুন কোচ পেতে যাচ্ছেন বাবর আজমরা।

শনিবার জিও নিউজ জানিয়েছে, সাদা ও লাল বলের সংস্করণের জন্য দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার গ্যারি কারস্টেন ও অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পিকে নতুন প্রধান কোচ হিসাবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। 

কারস্টেন পাচ্ছেন ওয়ানডে ও টি ২০ দলের দায়িত্ব আর গিলেস্পি সামলাবেন টেস্ট দল। চুক্তির পর কোচ নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দেবে পিসিবি। এ দুই পদে আবেদনের শেষ তারিখ ১৫ এপ্রিল।

ধারণা করা হচ্ছে, ১৮ এপ্রিল নিউজিল্যান্ডের বিপক্ষে টি ২০ সিরিজ শুরুর আগেই নতুন কোচ পেয়ে যাবেন বাবররা। ১ জুন শুরু হবে টি ২০ বিশ্বকাপ। আবেদনের সময়সীমা শেষ হওয়ার আগেই তাই কারস্টেন ও গিলেস্পিকে নিয়োগের সিদ্ধান্ত চ‚ড়ান্ত করে ফেলেছে পিসিবি।

এছাড়া সহকারী প্রধান কোচের পদে আবেদন করা যাবে ২০ এপ্রিল পর্যন্ত। এই পদের জন্য এখনো কেউ চ‚ড়ান্ত হয়নি।
কোচ হিসাবে ভারতকে ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জেতানো কারস্টেন এখন আইপিএলে গুজরাট টাইটান্সের মেন্টরের দায়িত্বে আছেন।

অন্যদিকে গিলেস্পি সম্প্রতি সাউথ অস্ট্রেলিয়া ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম