Logo
Logo
×

খেলা

জামাইকে নেতৃত্ব থেকে সরানোয় হতাশ শ্বশুর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৪, ০৫:২৯ পিএম

জামাইকে নেতৃত্ব থেকে সরানোয় হতাশ শ্বশুর

গত বছর ভারতে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে নেতৃত্ব হারানোর শঙ্কায় নিজেই অধিনায়কত্ব ছেড়ে দেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম। 

নতুন বছরের শুরুতে টি-টোয়েন্টিতে শাহিন শাহ আফ্রিদি আর টেস্টে শান মাসুদকে অধিনায়ক করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এই দুই অধিনায়কের নেতৃত্বে নিউজিল্যান্ড ও  অস্ট্রেলিয়া সফরে টি-টোয়েন্টিতে ৪-১ আর টেস্টে ৩-০ ব্যবধানে হেরে যায় পাকিস্তান। 

জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ফের বাবর আজমকে নেতৃত্বে ফেরাল পিসিবি। 

মাত্র একটি সিরিজের পারফরম্যান্সে জামাই শাহিন শাহ আফ্রিদিকে সরিয়ে দেওয়ায় হতাশ শ্বশুর শহিদ আফ্রিদি। 

টুইটারে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদি লিখেছেন- ‘নির্বাচক কমিটিতে থাকা খুব অভিজ্ঞ ক্রিকেটারদের নেওয়া সিদ্ধান্ত দেখে আমি খুব বিস্মিত হয়েছি।’ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগমুহূর্তে এমন একটি পরিবর্তন দরকার ছিল কিনা, এই প্রশ্নও তুলেছেন সাবেক এই অধিনায়ক।

তিনি আরও লিখেন- যদি অধিনায়ক পরিবর্তনটাকে কমিটির কাছে প্রয়োজনীয় মনে হয়েই থাকে, তাহলে সেই নেতৃত্ব বাবরকে না দিয়ে উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজোয়ানকে দিলে ভালো হতো। আফ্রিদি লিখেন- ‘আমি এখনো মনে করি পরিবর্তন যদি দরকারই ছিল, তাহলে সেরা বিকল্প ছিল রিজওয়ান।’

তবে কমিটি যেটাই করে থাকুক, শহিদ আফ্রিদি পাকিস্তান ক্রিকেটের বৃহত্তর স্বার্থটাই দেখবেন বলে জানিয়েছেন, ‘সিদ্ধান্ত যখন নেওয়াই হয়ে গেছে, আমি পাকিস্তান দল এবং বাবর আজমকে পূর্ণ সমর্থন দিয়ে যাব।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম