Logo
Logo
×

খেলা

এলবিডব্লিউর অদ্ভুত রিভিউ নিয়ে যা বললেন কোচ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৪, ০৯:২০ পিএম

এলবিডব্লিউর অদ্ভুত রিভিউ নিয়ে যা বললেন কোচ

চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে চলছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। শনিবার প্রথম দিনে ৪ উইকেট হারিয়ে ৩১৪ রান করে শ্রীলংকা। ৯৩ ও ৮৬ রানে আউট হয়েছেন কুশাল মেন্ডিস ও দিমুথ করুনারত্নে। 

এদিন খেলার ৪৪তম ওভারে তাইজুল ইসলামের করা বলটি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন কুশাল মেন্ডিস। বল পায়ে লেগেছে ভেবে তখন স্লিপে থাকা অধিনায়ক নাজমুলি হোসেন শান্ত হাত তুলে এলবিডব্লিউর আবেদন করেন। বোলার তাইজুলকে জিজ্ঞেস করেন পায়ে লেগেছে? দ্বিধাগ্রস্ত তাইজুল স্পষ্ট কিছু বলতে পারেননি। সাড়া পাওয়া যায়নি কিপার লিটন দাসের কাছ থেকেও।

তখন স্টাম্প মাইকে অধিনায়কের কণ্ঠ শোনা যায়, ‘পায়ে লাগছে আগে, নিব।’ এরপর রিভিউ নেন শান্ত। কিন্তু রিপ্লেতে দেখা যায় বল পরিষ্কারভাবে লেগেছে মেন্ডিসের মাঝ ব্যাটে। টিভি আম্পায়ারকে আল্ট্রা এজও দেখতে হয়নি। সামনের পা থেকে বল তখন অনেকখানি দূরে। স্বাভাবিকভাবেই রিভিউ হারায় বাংলাদেশ। আসলে রিভিউ নষ্ট করে টাইগাররা।

অদ্ভূত সেই রিভিউ নিয়ে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস বলেন, এটা এমন একটি বিষয়, যা নিয়ে আমরা আলোচনা করছি। রিভিউ নেওয়াতে আমরা খুব একটা ভালো নই, এটা খুবই পরিষ্কার। এখন পর্যন্ত রিভিউ নেওয়াতে আমরা জঘন্য। এই বিষয়ে আমাদের অনেক উন্নতি করতে হবে।

কোচ আরও বলেন, রিভিউ নেওয়ার ব্যাপারটা পুরোপুরিভাবে অধিনায়ক ও উইকেটরক্ষকের তত্ত্বাবধানে থাকে, হয়তো পয়েন্টে দাঁড়ানো ফিল্ডারও বুঝতে পারে। আমরা যেভাবে রিভিউ নিচ্ছি, তা কাজে লাগছে না। আমার মনে হয়, সম্ভবত এই মুহূর্তে বাস্তবতার চেয়ে আবেগকে প্রাধান্য দিচ্ছি।

তিনি আরও বলেন, এটা সরাসরি ব্যাটের মাঝ বরাবর লেগেছে, এটা ভালো রিভিউ ছিল না। রিভিউ নেওয়াতে ভয় পাক, এমনটা দেখতে চাই না। আমাদের শুধু ভালো একটা প্রক্রিয়া খুঁজে বের করতে হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম