ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর লিমিটেডের আধিপত্য চলছেই। ধানমন্ডির ঐতিহ্যবাহী ক্লাবটির জয়ের রথ থামাতে পারেনি কোনো দল।
ঢাকা লিগের চলতি আসরে টানা সাত ম্যাচে সপ্তম জয়ে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে আবাহানী। সমান ম্যাচে ৬টিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সাত ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় পজিশনে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
শনিবার সাভার বিকেএসপির ৩ নং মাঠে আগে ব্যাটিংয়ে নেমে ৪৪.৪ ওভারে ২০৪ রানেই অলআউ হয় গাজী গ্রুপ ক্রিকেটারর্স। দলের হয়ে ৭৩ বলে ৮টি চার আর এক ছক্কায় সর্বোচ্চ ৬০ রান করেন অধিনায়ক মেহেদি মারুফ। এছাড়া ২৫ বলে ৪১ রান করেন হাবিবুর রহমান সোহান।
আবাহনীর হয়ে ২টি করে উইকেট নেন জাতীয় দলের তিন পেসার তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফুদ্দিন। ২ উইকেট নেন স্পিনার তানভির ইসলাম।
৩০০ বলে ২০৫ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে এনামুল হক বিজয়ের অনবদ্য সেঞ্চুরিতে ৫৮ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় নিশ্চিত করে আবাহনী।
দলের জয়ে ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে ১১৮ বল মোকাবেলা করে ৭টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ১০৭ রানের অনবদ্য ইনিংস খেলেন জাতীয় দলের তারকা ওপেনার এনামুল হক বিজয়। ৭০ বলে ৫টি চার আর দুই ছক্কায় ৫৮ রান করেন জাকির আলি অনিক।