Logo
Logo
×

খেলা

‘সতীর্থ ও ভক্তদের ভালোবাসায় আমি অভিভূত’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৪, ১১:১৭ পিএম

‘সতীর্থ ও ভক্তদের ভালোবাসায় আমি অভিভূত’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আসরের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার পার্পল ক্যাপ পরে খেলেন। বিশেষ এই ক্যাপটার মালিক এখন মোস্তাফিজুর রহমান। পার্পল ক্যাপ নিজের কাছে রাখতে পেরে উচ্ছ¡সিত এই বাংলাদেশি পেসার। 

এবার নিজেদের প্রথম ম্যাচেই বাজিমাত করেন মোস্তাফিজ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নিজের প্রথম দুই ওভারে নেন চার উইকেট। সব মিলিয়ে চার ওভারে ২৯ রানে চার উইকেট নিয়ে ম্যাচসেরা হন এই বাঁ-হাতি।

পরের ম্যাচেও দুর্দান্ত বোলিং করেন ফিজ। গুজরাট টাইটান্সের বিপক্ষে চার ওভারে মাত্র ৩০ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। দুই ম্যাচে ছয় উইকেট নিয়ে এখন সর্বোচ্চ উইকেট শিকারি বোলার মোস্তাফিজ। 

সামাজিক যোগাযোগমাধ্যমে পার্পল ক্যাপ নিয়ে মোস্তাফিজ লিখেছেন, ‘পার্পল ক্যাপ পরে খেলতে সত্যিই দারুণ লাগে। সতীর্থ ও ভক্তদের ভালোবাসায় আমি অভিভ‚ত। এটা একটা বিশেষ অনুভ‚তি যা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। এটা লম্বা সময় নিজের কাছে ধরে রাখব। আপনাদের সমর্থন ও ভালোবাসার জন্য ধন্যবাদ, চিরকৃতজ্ঞ।’

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম