Logo
Logo
×

খেলা

‘লিটনের ওপর চাপ আসে বাইরে থেকে’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৪, ০৪:৩০ পিএম

‘লিটনের ওপর চাপ আসে বাইরে থেকে’

শ্রীলংকা সিরিজের প্রথম দুই ওয়ানডেতে শূন্য রানে আউট হওয়ায় তৃতীয় ম্যাচে বাদ পড়ে যান লিটন কুমার দাস। ওয়ানডে সিরিজে ব্যর্থ হওয়া লিটনকে টেস্ট সিরিজে রেখে দেন নির্বাচকরা। 

সিলেটে অনুষ্ঠিত প্রথম টেস্টের দুই ইনিংসে ২৫ ও ০ রানে ফেরেন লিটন। আগামীকাল শনিবার চট্টগ্রামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি। 

তার আগে বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস আজ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা নিজেদের মধ্যে কথা বলেছি, লিটন ভালো জায়গায় আছে। সমস্যা হলো লিটনের ওপর চাপটা আসে বাইরে থেকে। আমি মনে করি আমরা যদি লিটনকে লিটনের হাতে ছেড়ে দিই, সে আপনাকে তার সেরাটা দেখাবে।’

লিটনের ওপর চাপটা বাইরে থেকে কিভাবে আসে, সেটার ব্যাখ্যায় পোথাস বলেছেন, ‘মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া তার ওপর যেভাবে ঝাঁপিয়ে পড়ে, আমরা ভুলে যাই যে এই ছেলেরা খুব ভালো ক্রিকেটার এবং তারাও মানুষ।’

তিনি আরও বলেন, ‘আমরা যদি তাদের সঙ্গে মানুষের মতো আচরণ করি এবং তাকে তার জন্য সবচেয়ে ভালো কাজ করার সুযোগ করে দিই, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সে আপনাকে সেরা ফলাফলই দেখাবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম