Logo
Logo
×

খেলা

১০০ টাকায় দেখা যাবে চট্টগ্রাম টেস্ট

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৪, ০৫:৫৪ পিএম

১০০ টাকায় দেখা যাবে চট্টগ্রাম টেস্ট

শনিবার সকাল ১০টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলংকা ক্রিকেট দল। মাত্র ১০০ টাকায় দেখা যাবে চট্টগ্রাম টেস্ট।

বাংলাদেশ সফরের শুরুতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় শ্রীলংকা। আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। 

টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজের পর শুরু হয় দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিলেটে প্রথম টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ৫১১ রানের টার্গেঠ তাড়ায় ৩২৮ রানের বিশাল ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। 

শনিবার হোয়াইটওয়াশ এড়াতে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। চট্টগ্রাম টেস্ট শুরুর আগের দিন ও ম্যাচের দিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিটাক মোড়ের কাছে সাগরিকা টিকিট কাউন্টারে পাওয়া যাবে টিকিট। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, সর্বনিম্ন ১০০ টাকায় দেখা যাবে চট্টগ্রাম টেস্টের এক দিনের খেলা। 

গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে হলে খরচ করতে হবে ১০০০ টাকা। এছাড়া রুফটপ হসপিটালিটি বক্সের টিকিটের দামও ১০০০ টাকা। 

আন্তর্জাতিক স্ট্যান্ডের টিকিটের দাম ৫০০ টাকা। ক্লাব হাউজের টিকিটের দাম ৩০০ টাকা। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ২০০ টাকায়। সর্বনিম্ন ১০০ টাকায় ওয়েস্টার্ন স্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম