Logo
Logo
×

খেলা

মিরপুরে মোহাম্মদ রফিকের ব্যাটিং তাণ্ডব

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৪, ০৪:৪৩ পিএম

মিরপুরে মোহাম্মদ রফিকের ব্যাটিং তাণ্ডব

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রীতি ম্যাচে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন মোহাম্মদ রফিক। 

সবুজ দলের হয়ে ৩৩ বলে ৬৬ রানের টর্নেডো ইনিংস খেলেন সাবেক এই তারকা স্পিনার। এমন ব্যাটিং তাণ্ডবের পরও তাদের লাল দল ১০ ওভারের ম্যাচে ১২১ রান তাড়ায় ১১ রানে হেরে যায়। 

এদিন টসে জিতে ব্যাটিংয়ে নেমে দেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় ফেরেন শুরুতেই। জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পালন করা হান্নান সরকার ফেরেন ১০ রানে। দুই ওপেনার দুর্জয় ও হান্নান ফেরার দ্রুতই আউট হন দেশের ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি। 

এরপর দলের হাল ধরেন ফয়সাল হোসেন ডিকেন্স ও তুষার ইমরান। দুজনে ঝড়ের বেগে রান তুলেন। ডিকেন্স ১৭ বলে ৩৪ রান করেন। আর ১৬ বল খেলে ৩১ রান করেন তুষার ইমরান। 

ইনিংসের শেষ দিকে ১১ বলে ২০ রানের ঝড়ো ইনিংস খেলেন জাতীয় দলের বর্তমান নির্বাচক আব্দুর রাজ্জাক। নির্ধারিত ১০ ওভার শেষে লাল দলের সংগ্রহ দাঁড়ায় ১২০ রান। সবুজ দলের হয়ে সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন জাবেদ ওমর বেলিম।

৬০ বলে ১২১ রানের বিশাল টার্গেট তাড়ায় ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত খেলেও দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে পারেননি দুই ওপেনার মোহাম্মদ রফিক ও জাবেদ ওমর। উইকেটের এক পাশে রফিক ৩৩ বলে ৬৬ রানের ঝড়ো ইনিংস খেললেও অন্যপ্রান্তে জাবেদ ওমর কিছুটা ধীরস্থীর ব্যাটিং করেন। তিনি ২৭ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ১০৯ রানে থাকে সুবজ দল।

১১ রানে ম্যাচ হারলেও ৬৬* রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন সবুজ দলের তারকা অলরাউন্ডার মোহাম্মদ রফিক। ম্যাচশেষে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম