Logo
Logo
×

খেলা

টাইগারদের হারিয়ে ৩৮ বছর আগের ইতিহাস ফেরাল শ্রীলংকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ০৮:৪৫ পিএম

টাইগারদের হারিয়ে ৩৮ বছর আগের ইতিহাস ফেরাল শ্রীলংকা

শ্রীলংকার বিপক্ষে সদ্য শেষ হওয়া সিলেট টেস্টে সেভাবে লড়াই করতে পারেনি বাংলাদেশ। চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ৫১১ রানের টার্গেট তাড়ায় ৩২৮ রানের বিশাল ব্যবধানে হারে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি। 

সিলেটে টাইগারদের ৩৮ বছর আগের ইতিহাস ফেরাল শ্রীলংকা। সিলেট টেস্টে দুই ইনিংসে শ্রীলংকার কোনো স্পিনার উইকেট শিকার করতে পারেননি।

পেসারদের দাপটে বাংলাদেশকে দুই ইনিংসে অলআউট করে দিয়েছে শ্রীলংকা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এ নিয়ে তিনবার কোনো ম্যাচে প্রতিপক্ষের ২০ উইকেট তুলে নিল শ্রীলংকার পেসাররা।

এর আগে ১৯৮৫ ও ১৯৮৬ সালে ভারত ও পাকিস্তানের বিপক্ষে কলম্বোয় প্রতিপক্ষের ২০ উইকেট শিকার করে শ্রীলংকার পেসাররা। 

শ্রীলংকার হয়ে প্রথম ও দ্বিতীয় ইনিংসে ৩ এবং ৫টি করে উইকেট নেন কাসুন রজিথা। বিশ্ব ফার্নান্ডো প্রথম ইনিংসে ৪ আর দ্বিতীয় ইনিংসে ৩টি উইকেট নেন। লাহিরু কুমারা প্রথম ইনিংসে ৩ আর দ্বিতীয় ইনিংসে ২টি উইকেট নেন।

তবে সিলেট টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেন শ্রীলংকার অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম