
প্রিন্ট: ১৫ মার্চ ২০২৫, ০১:৪০ পিএম
১৭ বছরের বালকে ১৫ বছরের লজ্জা ঘুচাল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ০৮:৩৫ পিএম

আরও পড়ুন
মাত্র ১৭ বছর বয়সি বালকের অবিশ্বাস্য পারফরম্যান্সে ঘরের মাঠ ওয়েম্বলিতে ১৫ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে জয় পেল ব্রাজিল।
খেলার ৮০ মিনিট পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। ৭১ মিনিটে রদ্রিগোর পরিবর্তে নেমেই ৮০তম মিনিটে দুর্দান্ত গোল করে ব্রাজিলের জয় নিশ্চিত করেন এই তরুণ।
শনিবার ওয়েম্বলিতে প্রীতি ম্যাচে রূপকথার গল্প লেখেন ব্রাজিলের এনদ্রিক নামের এই ১৭ বছর বয়সি তরুণ। তার অবিশ্বাস্য পারফরম্যান্সে ১৫ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে জয় পেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।
ব্রাজিলকে ম্যাচ জেতানো গোল করে রেকর্ডও গড়েছেন এনদ্রিক। ব্রাজিলের সিনিয়র দলের হয়ে গোল করা সবচেয়ে কম বয়সি খেলোয়াড় তিনি। গোলটি করার সময়ে এনদ্রিকের বয়স ১৭ বছর ২৪৬ দিন।
খেলা শেষে এনদ্রিক বলেছেন, ‘আমার পরিবার, বান্ধবী, এজেন্ট সবাই এখানে উপস্থিত আছেন। আমি কান্নাকাটি করার মতো ছেলে নই। নিজেকে সামলে রেখেছি কিন্তু এটা অভিনব কিছু, আমি খুবই আনন্দিত।’
কোচ বলেছেন, ‘যে মনোভাব সে দেখিয়েছে সেটা যদি ধরে রাখে, তবে ব্রাজিলের ফুটবলে এবং বিশ্ব ফুটবলে খুবই গুরুত্বপূর্ণ নাম হবে সে।’