কিক অফের পর মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে একক প্রচেষ্টায় জাল খুঁজে নিলেন অস্ট্রিয়ার মিডফিল্ডার ক্রিস্টফ বমগার্টনার ম্যাচের বয়স তখন মাত্র ছয় সেকেন্ড! হয়ে গেল আন্তর্জাতিক ফুটবলে দ্রুততম গোলের বিশ্বরেকর্ড।
শনিবার রাতে স্লোভাকিয়ার বিপক্ষ প্রীতি ম্যাচে অস্ট্রিয়ার ২-০ গোলের জয়ের ম্যাচে দ্রুততম গোলের নতুন রেকর্ড গড়েন ২৪ বছর বয়সি বমগার্টনার। আগের রেকর্ডটি ছিল জার্মানির লুকাস পোডলস্কির।
২০১৩ সালে ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচে তিনি গোল করেছিলেন সাত সেকেন্ডে। দ্রুততম গোলের রাতে পোডলস্কির কীর্তিতে ভাগ বসিয়েছেন তার এক উত্তরসূরিও।
হাইভোল্টেজ প্রীতি ম্যাচে ফ্রান্সের বিপক্ষে জার্মানির ২-০ ব্যবধানের জয়ে মাত্র সাত সেকেন্ডে প্রথম গোলটি ফ্লোরিয়ান ভিরৎজ’র, যা অন্তর্জাতিক ফুটবলে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম গোল।
অবসর ভেঙে প্রায় তিন বছর পর আন্তর্জাতিক ফুটবলে ফেরার ম্যাচে দারুণ খেলা টনি ক্রুস বানিয়ে দেন ভিরৎজর প্রথম আন্তর্জাতিক গোলটি। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান কাই হাভার্টজ।
ফ্রান্সের মাঠে দাপুটে ফুটবল খেলে তিন ম্যাচ পর জয়ের স্বাদ পেল জার্মানি। গত বিশ্বকাপ ফাইনালের পর ১১ ম্যাচে ফ্রান্সের দ্বিতীয় হার এটি, দুটিই জার্মানির বিপক্ষে।