জাতীয় দলে নিয়মিত সুযোগ না পাওয়ায় অভিমানে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন ইমাদ ওয়াসিম।
তবে এবারের পিসিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পর এই স্পিনিং অলরাউন্ডারকে ফেরানোর উদ্যোগ নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
দুপক্ষের আলোচনা ফলপ্রসূ হওয়ায় অবশেষে অবসর ভেঙে পাকিস্তান দলে ফেরার ঘোষণা দিলেন ইমাদ।
২০২৪ টি ২০ বিশ্বকাপ দলে তাকে রাখা হবে, এমন নিশ্চয়তা পেয়ে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের হয়ে আবারও খেলার কথা জানালেন ইমাদ, ‘বোর্ডের সঙ্গে আলোচনার পর আমি এই ঘোষণা দিতে পেরে আনন্দিত। অবসরের বিষয়টি পুনর্বিবেচনা করছি। ২০২৪ টি ২০ বিশ্বকাপের আগে এই সংস্করণে আমাকে পাকিস্তান দলে বিবেচনা করা যাবে। পাকিস্তান আমার কাছে সবার আগে। আমার প্রতি আস্থা রাখার জন্য পিসিবিকে ধন্যবাদ।’