জাতীয় দলে ‘সাবেক’ হয়ে যাওয়া তারকা অলরাউন্ডার রুমানা আহমেদ ও জাহানারা আলমকে বাজে রেকর্ডের লজ্জা থেকে মুক্তি দিলেন ফাহিমা খাতুন।
৩১ বছর বয়সি এই লেগ স্পিনার আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ ওভার বোলিং করে ৬৭ রান খরচ করেছেন; যা ওয়ানডেতে কোনো বাংলাদেশি নারী ক্রিকেটারের ইনিংসে সবচেয়ে খরুচে বোলিং। এদিন তিনি মাত্র ১ উইকেট শিকার করেন।
এর আগে ২০১৩ সালে ভারতের বিপক্ষে আহমেদাবাদে ১০ ওভারে ৬২ রান খরচ করেন রুমানা আহমেদ। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ ওভারে ৬২ রান খচর করেন জাহানারা আলম। গত বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ ওভারে ৬২ রান খরচ করেন নাহিদা আক্তার।
আজ বৃহস্পতিবার মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ২১৪ রানের বিশাল টার্গেট তাড়া করে হেরে যায় ১১৮ রানের বড় ব্যবধানে।
এদিন ৯ ওভারে ৬৭ রান খরচ করে বাজে রেকর্ড গড়ার পাশাপাশি নারীদের ওয়ানডেতে এক ওভারে সর্বোচ্চ ২৯ রান খরচের আরেকটি বাজে রেকর্ড গড়েন নাহিদা আক্তার।