নাহিদা আক্তারের রেকর্ড গড়া ম্যাচেও হারল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় ২১৪ রানের বিশাল টার্গেট তাড়ায় স্রেফ উড়ে যায় বাংলাদেশ।
চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে নিগার সুলতানার নেতৃত্বাধীন দলটি ৩৬ ওভারে ৯৫ রানেই অলআউট হয়ে ১১৮ রানের বিশাল ব্যবধানে হারে।
বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় অস্ট্রেলিয়া।
সেই অবস্থা থেকে অ্যানাবেল সাদারল্যান্ড ও অ্যালানা কিংসের ব্যাটিং নৈপুণ্যে ৭ উইকেটে ২১৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে সফরকারীরা। ইনিংসের শেষ ওভারে ২৯ রান খরচ করেন ফাহিমা খাতুন; যা নারীদের ওয়ানডেতে রেকর্ড সর্বোচ্চ রান খরচের বাজে নজির।
অস্ট্রেলিয়ার হয়ে অ্যালানা কিং দুই চার আর ৫টি ছক্কার সাহায্যে ৪৬ রান করে অপরাজিত থাকেন। ৭৬ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন অ্যানাবেল সাদারল্যান্ড।
বাংলাদেশ দলের হয়ে দুটি করে উইকেট নেন সুলতানা খাতুন ও নাহিদা আক্তার। এদিন দুই উইকেট শিকারের মধ্য দিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক সালমা খাতুনকে (৫২) টপকে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি হন নাহিদা।
নাহিদার এমন রেকর্ডগড়া উইকেটের পরও ম্যাচে জিততে পারেনি বাংলাদেশ। ৩০০ বলে ২১৪ রানের চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে এক রানে ১ উইকেট হারায় বাংলাদেশ।
একটা পর্যায়ে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ছিল ৭০ রান। এরপর মাত্র ২৫ রানের ব্যবধানে ৮ উইকেট হারিয়ে ৩৬ ওভারে ১৯৫ রানে অলআউট হয় বাংলাদেশ।