Logo
Logo
×

খেলা

পিএসএল ফাইনালে উড়ল ফিলিস্তিনের পতাকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৪, ০৩:২৭ পিএম

পিএসএল ফাইনালে উড়ল ফিলিস্তিনের পতাকা

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শাসরুদ্ধকর ফাইনালে মুলতান সুলতানসকে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। তবে বিজয়ের মুহূর্তে গাজায় বর্বর হামলার প্রতিবাদ জানিয়ে প্রশংসায় ভাসছে শাদাব খানের দল।

ফাইনাল শেষে উল্লসিত ইসলামাবাদের ক্রিকেটাররা সদলবলে ফিলিস্তিনের পতাকা নিয়ে পুরো মাঠ প্রদক্ষিণ করেছে। 

শুধু তাই নয়, ইসলামাবাদ ইউনাইটেড তাদের স্পন্সর ফুডপাণ্ডার মাধ্যমে ২৩ লাখ রূপি অনুদান দিয়েছে গাজাবাসীর অন্ন যোগাতে। সব মিলিয়ে ব্যতিক্রমী এই কর্মকাণ্ডে সাধারণ মানুষের ভালোবাসা জিতে নিয়েছে পাকিস্তানি ক্রিকেটাররা।

যদিও পিএসএলের মাঠে ফিলিস্তিনের পতাকা ও ব্যানার নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল সমর্থকদের জন্য। যার কারণে স্টেডিয়ামের প্রবেশপথেও তাদের বাধার মুখে পড়তে হয়েছিল। তবে ক্রিকেটারদের জন্য তো আর সেই নিষেধাজ্ঞা ছিল না। সে কারণেই ম্যাচ জয়ের পর নাসিম শাহ, শাদাব খানরা নির্দ্বিধায় উড়িয়েছেন ভয়াবহ মানবিক বিপর্যয়ে পড়া দেশটির পতাকা। 

ক্রিকেটাররা ফিলিস্তিনের মানুষের প্রতি নিজেদের সমর্থন জানান দিয়েছেন, তবে ওই সময় ছিলেন না কোনো বিদেশি খেলোয়াড়।

বিষয়টি নিয়ে পরে মন্তব্যও করেছেন চ্যাম্পিয়ন ইসলামাদের অধিনায়ক শাদাব। তিনি বলেন, এটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়, সবাই মিলে আমরা এমনটা (ফিলিস্তিনের পতাকা উড়ানো) করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি এজন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ যে তিনি আমাদের এই ইস্যুতে অন্তত কিছু করার সুযোগ করে দিয়েছেন।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম