Logo
Logo
×

খেলা

দাউদ ইব্রাহিমকে সবাই ভুল বোঝে: জাভেদ মিয়াঁদাদ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৪, ১১:৩৭ এএম

দাউদ ইব্রাহিমকে সবাই ভুল বোঝে: জাভেদ মিয়াঁদাদ

দাউদ ইব্রাহিমের সঙ্গে পারিবারিক সম্পর্ক থাকা সাবেক পাকিস্তানি অধিনায়ক জাভেদ মিয়াঁদাদের জন্য গর্বের ব্যাপার। কারণ তার অন্ধকার জগতে বিচরণ করা তার ‘বেয়াই’ নাকি ‘মুসলমানদের জন্য অনেক করেছেন।’

পাকিস্তানি সাংবাদিক হাসান নিসারের ইউটিউব চ্যানেলে একটি সাক্ষাৎকার দিয়েছেন সাবেক অধিনায়ক ও কোচ। ১৯৯৬ সাল পর্যন্ত পাকিস্তানের প্রতিটি বিশ্বকাপ দলের সঙ্গে সম্পৃক্ত থাকা মিয়াঁদাদের ছেলে জুনায়েদ ২০০৫ সালে বিয়ে করেন দাউদকন্যা মাহরুখকে।

এ ব্যাপারে মিয়াঁদাদ তার অবস্থান জানিয়ে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি তাকে বহুদিন ধরে চিনি, দুবাইয়ে আমাদের মধ্যে পরিবারের মতো সম্পর্ক ছিল। তার মেয়ে আমার ছেলেকে বিয়ে করেছে, এটি আমার জন্য গর্বের। আমার পুত্রবধূ খুবই উচ্চশিক্ষিত। সে মিশনারি স্কুলে পড়েছে এবং এর পর বিখ্যাত একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে।’ 

মিয়াঁদাদের দাবি, তার বেয়াইকে মানুষ ভুল বোঝে, ‘সত্যিকারের দাউদ ইব্রাহিমকে বোঝা সহজ না। মানুষ যেভাবে এই পরিবারকে দেখে, তারা মোটেও এমন না।’ 

ভারতে জন্ম নেওয়া বিখ্যাত হয়ে ওঠা দাউদ ইব্রাহিম তার দেশে ‘ওয়ান্টেড’ তালিকার ওপরের দিকে আছে। ১৯৯৩ সালে মুম্বাইয়ে সিরিজ বোমা হামলায় আড়াইশর বেশি মানুষ হত্যার পেছনে এই মাফিয়া-বস দায়ী বলে দাবি করা হয়। 

এখন আত্মগোপনে থাকা দাউদ ইব্রাহিম বর্তমানে পাকিস্তানের করাচির বিলাসবহুল ক্লিফটন এলাকায় আছেন বলে ধারণা করা হয়। 

ওদিকে পাকিস্তানের হয়ে ৩৫৭ আন্তর্জাতিক ম্যাচ খেলা মিয়াঁদাদ ১৬ হাজারের বেশি রান করেছেন, পেয়েছেন ৩১ সেঞ্চুরি। পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তিনবার দেশের কোচের ভূমিকাতেও দেখা গেছে তাকে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম