Logo
Logo
×

খেলা

১৭ বছর পর ‘আইপিএল’ চ্যাম্পিয়ন হয়ে কত পেল বেঙ্গালুরু

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৪, ১০:৫৮ পিএম

১৭ বছর পর ‘আইপিএল’ চ্যাম্পিয়ন হয়ে কত পেল বেঙ্গালুরু

১৭ বছরের ইতিহাসে প্রথম কোনো আইপিএল ট্রফি জিতল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১৬ বছর ধরে চেষ্টা করেও বেঙ্গালুরুকে আইপিএল শিরোপা উপহার দিতে পারেননি বিরাট কোহলি। 

গত রোববার দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে নারী আইপিএলের ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে শিরোপা জিতে নেয় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 

এদিন আগে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ের কারণে ১৮.৩ ওভারে ১১৩ রানেই অলআউট হয় স্বাগতিক দিল্লি। বেঙ্গালুরুর হয়ে শ্রেয়াঙ্কা পাতিল ৩.৩ ওভারে মাত্র ১২ রানে ৪ উইকেট শিকার করেন। এছাড়া ৪ ওভারে ২০ রানে ৩ উইকেট নেন সোফি মোলিনাক্স।

টার্গেট তাড়া করতে নেমে এলিসা পেরের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩ বল হাতে রেখেই ৮ উইকেটের দাপুটে জয় পায় স্মৃতি মান্দানার নেতৃত্বাধীন বেঙ্গালুরু। 

আইপিএলে চ্যাম্পিয়ন হয়ে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পেয়েছে ৬ কোটি রুপি। আর রানার্সআপ দিল্লি ক্যাপিটালস পেয়েছে ৩ কোটি রুপি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম