Logo
Logo
×

খেলা

অবসর ভেঙে বাংলাদেশে টেস্ট খেলতে চাওয়া হাসারাঙ্গাকে নিষিদ্ধ করল আইসিসি 

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৪, ০৯:৫৪ পিএম

অবসর ভেঙে বাংলাদেশে টেস্ট খেলতে চাওয়া হাসারাঙ্গাকে নিষিদ্ধ করল আইসিসি 

অবসর ভেঙে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে চেয়েছিলেন শ্রীলংকার তারকা লেগ স্পিনার হাসারাঙ্গা। কিন্তু তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

গতকাল সোমবার চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশের ইনিংসের ৩৭তম ওভারে আম্পায়ারের এক সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন হাসারাঙ্গা। এমনকি কোনো এক আম্পায়ারের কাছ থেকে তার নিজের টুপিও নিয়ে গেছেন।

আইসিসির খেলোয়াড়দের আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ অনুসারে আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করার কারণে এমন শাস্তি পেয়েছেন লঙ্কান লেগ স্পিনার।

সিরিজ নির্ধারণী সেই ম্যাচ বাংলাদেশ ৫৮ বল হাতে রেখে ৪ উইকেটের জয়ে সিরিজ নিশ্চিত করে। 

গত মাসে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে আম্পায়ারিং কটাক্ষ করায় তাকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়। যে কারণে বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই খেলায় অংশ নিতে পারেননি হাসারাঙ্গা।

শুক্রবার থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচের প্রথম টেস্ট। সিরিজ শুরুর প্রায় তিন বছর আগে মাত্র ৪টি টেস্ট খেলে অবসর নেওয়া হাসারাঙ্গা আজ ফিরতে চেয়েও আটকে গেলেন আইসিসির নিষেধাজ্ঞার কারণে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম