নারী ইস্যুতে আফগান সিরিজ স্থগিত করল অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৪, ০৫:২২ পিএম
নারীদের স্বাধীনতা, স্বকীয়তা নিয়ে আফগান সরকারের কট্টরপন্থী অবস্থানের কারণে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ স্থগিত করল অস্ট্রেলিয়া।
চলতি বছরের আগস্টে সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচের এই সিরিজ হওয়ার কথা ছিল। একই ইস্যুতে অস্ট্রেলিয়া এর আগে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট এবং ওয়ানডে সিরিজও বাতিল করেছিল।
ক্রিকেট অস্ট্রেলিয়া তখন জানিয়েছিল আফগানিস্তানে নারীদের স্বাধীনতা ও জাগরণের বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পরিলক্ষিত হলেই কেবল দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট পুনরায় শুরু হতে পারে। বর্তমানে সেই পরিস্থিতির উন্নতি হয়নি বলে এখন টি-টোয়েন্টি সিরিজও স্থগিত করে দিল অস্ট্রেলিয়া।
টি-টোয়েন্টি সিরিজ স্থগিতের বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বলেছে, গত ১২ মাস ধরে আমরা আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে আলাপ আলোচনা অব্যাহত রেখেছি। সরকারের পরামর্শ হলো, আফগানিস্তানে নারীদের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। এ কারণে আমরা আমাদের আগের অবস্থান ধরে রেখেছি এবং আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত করছি।