Logo
Logo
×

খেলা

কেমন আছেন সৌম্য-মুস্তাফিজ, যা বললেন শান্ত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ মার্চ ২০২৪, ১২:৩২ পিএম

কেমন আছেন সৌম্য-মুস্তাফিজ, যা বললেন শান্ত

শেষ ওয়ানডেতে শ্রীলংকানদের বিপক্ষে বাংলাদেশের জন্য ছিল যেন ইনজুরির মহড়া। টসে জিতে ব্যাটিং নেয় লংকানরা। ব্যাটিং চলাকালে টাইগারদের মোট চার ক্রিকেটার ইনজুরিতে পড়ে। এদের মধ্যে এনামুল হক বিজয় মাঠে ফিরে এলেও মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার এবং জাকের আলি অনিক আর মাঠে ফিরতে পারেননি। এদের মধ্যে জাকেরকে নেওয়া হয় হাসপাতালে। 

ম্যাচের ৪৮তম ওভারে শেষ ওভার বোলিং করতে আসেন মোস্তাফিজ। একটা বল করার পর পরের বল করতে এসে রান আপের মধ্যেই আটকে যেতে হয়। পরে আবার চেষ্টা করেও আর পারেননি। জাকের আলী ও এনামুল হকের কাঁধে ভর দিয়ে স্ট্রেচারে ওঠেন তিনি। সেভাবেই মাঠ ছাড়লেন এই পেসার।

এর পর আর মাঠে দেখা যায়নি এই পেসারকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত জানিয়েছিলেন, ভালো আছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজ।

ইনজুরিতে পড়া সবার অবস্থা নিয়ে নাজমুল হোসেন শান্ত বলেন, ‘মোস্তাফিজের ক্র্যাম্প করেছে। ও ঠিকাছে এখন। সৌম্য ভাইয়েরটা আমি জানি না অত ফিজিওরা বলতে পারবে। জাকের পর্যবেক্ষণে।’ 

এদিকে সৌম্যের অবস্থা নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, সৌম্য বাউন্ডারি বাঁচানোর চেষ্টা করতে গিয়ে পড়ে যায় এবং বিজ্ঞাপনের বিলবোর্ডে ধাক্কা খায়। তার মাথা এ সময় মাটিতে আঘাত পায় এবং কাঁধেও জোরে চোট লাগে। এর পর তার মাথাব্যথা শুরু হয় এবং দেখতে সমস্যা হচ্ছিল। সে মাঠ ছাড়ার পরপরই এসসিএটি৫ করানো হয়েছে। তার হাঁটুতেও চোট পেয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম