Logo
Logo
×

খেলা

বাদ পড়ার ২ দিন পর দলে ফেরানো হলো লিটনকে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৪, ০৯:৩৮ পিএম

বাদ পড়ার ২ দিন পর দলে ফেরানো হলো লিটনকে

শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বাদ দেওয়া হয় তারকা ওপেনার লিটন কুমার দাসকে। তাকে ছাড়াই শেষ ওয়ানডেতে ৪ উইকেটের দাপুটে জয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।

ওয়ানডে সিরিজ শেষ হতে না হতেই দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

দলে নতুন মুখ নাহিদ রানা। মূলত ঘরোয়া ক্রিকেটে গতি দিয়েই নির্বাচকদের নজর কাড়েন তরুণ এই পেসার। ওয়ানডে দল থেকে বাদ পড়ার ২ দিন পর টেস্ট দলে ফেরানো হলো অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাসকে।

গত বছর নভেম্বর-ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ টেস্ট সিরিজের দলে ছিলেন না লিটন। লংকানদের বিপক্ষে দুই টেস্টের দলে আবারো ফিরলেন তিনি। 

প্রথম টেস্টের দল ঘোষণার পর সহকারী নির্বাচক আবদুর রাজ্জাক বলেন, ‘প্রথম টেস্টের দলটা ভারসাম্যপূর্ণ হয়েছে বলে আমরা মনে করি। টেস্ট দল মোটামুটি ঠিক করাই ছিল, নতুন মুখ শুধু নাহিদ রানা।

ছুটিতে থাকায় সর্বশেষ টেস্ট সিরিজে না খেলা লিটন দাস দলে ফিরেছে। সব বিভাগেই বিকল্প আছে। আমার মনে হয় কন্ডিশনের দাবি মেটাতে পারে- এমন দল আমরা করতে পেরেছি।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম