Logo
Logo
×

খেলা

হাসপাতালে জাকের, সর্বশেষ অবস্থা জানাল ডাক্তার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৪, ০৮:৫২ পিএম

হাসপাতালে জাকের, সর্বশেষ অবস্থা জানাল ডাক্তার

চট্টগ্রামে শেষ ওয়ানডেতে বদলি ক্রিকেটার হিসেবে মাঠে নেমেছিলেন জাকের আলি অনিক। আর মাঠে নেমেই বিপদে পড়েন। 

শ্রীলংকার ইনিংসের শেষ ওভারে ফিল্ডিংয়ের সময় এনামুল হক বিজয়ের সঙ্গে ক্যাচ নিতে গিয়ে সংঘর্ষ হয় জাকের আলি অনিকের।

পরে তাকে স্ট্রেচারে করে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়। এরপর নিতে হয় হাসপাতালে। চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালের নিউরো সার্জন মঈনউদ্দিন এম ইলিয়াস গণমাধ্যমকে বলেন, ‘আমরা ভিশনটা দেখেছি। ইমার্জেন্সি রেসপন্স দল দেখেছে। আমরা যেটা দেখতে পাচ্ছি এটা ঘাড়ের চোট। যে কন্ডিশন আছে রোগী স্থিতিশীল আছে এখন। আমরা উনাকে ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ রাখতে চাই যেহেতু প্রচুর ব্যথা আছে। এরপর ২৪ ঘণ্টা পর আপডেট জানাব। এখানেই ভর্তি রাখব।’

অর্থপেডিক সার্জন আবু মোহাম্মদ সায়েম বলেন, ‘উনার চোট মূলত ঘাড়ে। ব্রেনে কোনো চোট পাওয়া যায়নি। নেক মোবিলাইজ করে দিয়েছি। আশা করি ২৪-৪৮ ঘণ্টার মধ্যেই ব্যথা কমে যাবে। ইতোমধ্যে ব্যথা কমেছে। উনি কথা বলেছেন, ওষুধও খেয়েছেন। ভয় করার কোনো কারণ নাই।’

ইনিংসের শেষ ওভারে তাসকিন আহমেদের করা শেষ ওভারে বড় শট খেলতে গিয়েছিলেন প্রমোদ মাদুশান। ক্যাচ উঠেছিল শর্ট বলে ক্যাচ তুলেছিলেন প্রমোদ। সেটি নেওয়ার পথে সংঘর্ষ হয় এনামুল ও বদলি ফিল্ডার জাকেরের। এনামুল অবশ্য ক্যাচ হাতছাড়া করেননি।

জাকের আলি ছাড়াও এদিন ইনজুরির কবলে পড়েছেন সৌম্য সরকার এবং মোস্তাফিজুর রহমান। সৌম্য আঘাত পেয়েছেন ফিল্ডিং করতে গিয়ে। ঘাড়েও সমস্যা দেখা দেয় তার। পরে তার বদলি হিসেবে ব্যাটিং করেন তানজিদ তামিম। অন্যদিকে প্রচণ্ড গরমের মাঝে মাংসপেশির ইনজুরিতে পড়েছেন মোস্তাফিজুর রহমান। তাকেও মাঠ ছাড়তে হয়েছে স্ট্রেচারে করে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম