Logo
Logo
×

খেলা

সিরিজ সেরা অধিনায়ক শান্ত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৪, ০৮:২২ পিএম

সিরিজ সেরা অধিনায়ক শান্ত

শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দেশের হয়ে সর্বোচ্চ আর দুই দলের বিবেচনায় দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন নাজমুল হোসেন শান্ত। 

সিরিজের প্রথম ম্যাচে ২৫৬ রান তাড়ায় ৩২ বল হাতে রেখেই ৬ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ। দলের হয়ে ১২৯ বলে ১৩টি চার আর দুটি ছক্কার সাহায্যে ক্যারিয়ার সেরা ১২২* রানের অনবদ্য ইনিংস খেলেন শান্ত। 

দ্বিতীয় ম্যাচে ২৮৭ রান করেও ৩ উইকেটে হেরে যায় বাংলাদেশ। সেই ম্যাচে ৩৯ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৪০ রান করেন শান্ত। আজ সিরিজের শেষ ম্যাচে অধিনায়ক হিসেবে প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি বাংলাদেশ দলের অধিনায়ক। তবে তার দল তানজিদ হাসান তামিম ও রিশাদ হোসেনের ব্যাটিং তাণ্ডবে ৫৮ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় নিশ্চিত করে। 

দলের জয়ে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি নেতৃত্বগুণের কারণে সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম