Logo
Logo
×

খেলা

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ঢাকায় অস্ট্রেলিয়া নারী দল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ১০:৪৫ পিএম

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ঢাকায় অস্ট্রেলিয়া নারী দল

বাংলাদেশের মেয়েদের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ খেলতে রোববার ঢাকায় এসেছে অস্ট্রেলিয়া নারী দল।

তিনটি ওয়ানডের পাশাপাশি তিনটি টি-টোয়েন্টি ও খেলবে দুই দল। ওয়ানডে সিরিজটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়ন্সশিপের অংশ। ভারতে মেয়েদের আইপিএলে খেলার কারণে সবাই এখনো ঢাকায় আসেননি। 

মেয়েদের আইপিএলে দিল্লি ক্যাপিটালের হয়ে খেলা অস্ট্রেলিয়ার সদস্য অ্যানাবেল সাদারল্যান্ডের মঙ্গলবার আসার কথা রয়েছে। আজ রাতেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল এলিস পেরি, জর্জিয়া ওয়ারহেম ও সোফিয়া মলিনেক্সের।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২১ মার্চ শুরু হবে ওয়ানডে সিরিজ। একই মাঠে বাকি দুটি ম্যাচ ২৪ ও ২৭ মার্চ। এই সিরিজ ২০২২-২৫ উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। 

২০২৫ সালে নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষ পাঁচে থাকতে হবে বাংলাদেশকে। স্বাগতিক ভারতসহ ছয় দল সরাসরি বিশ্বকাপে খেলবে। বাংলাদেশ পাঁচটি সিরিজ খেলে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে রয়েছে। এই সিরিজটি জিততে পারলে বাংলাদেশের সেরা পাঁচে যাওয়ার সুযোগ থাকবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম