Logo
Logo
×

খেলা

আইপিএলে ধারাভাষ্য দেবেন ১২৭ জন তারকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ০৯:২২ পিএম

আইপিএলে ধারাভাষ্য দেবেন ১২৭ জন তারকা

শুক্রবার থেকে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসর। টি-টোয়েন্টির এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ১০টি দল অংশ নেবে।

প্রতিযোগিতায় ইংরেজি, হিন্দি, বাংলা, তামিল, তেলুগু, কন্নড়, মারাঠী, মালয়ালম এবং গুজরাটি ভাষায় ১২৭ তারকা ধারাভাষ্য দেবেন। 

আন্তর্জাতিক ধারাভাষ্যকার হিসেবে আছেন স্টিভ স্মিথ, স্টুয়ার্ট ব্রড, ডেল স্টেইন, জ্যাক কালিস, টম মুডি ও পল কলিংউড। 

ভারতে সম্প্রচারে ইংরেজিতে ধারাভাষ্য দেবেন- সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী, ব্রায়ান লারা, ম্যাথিউ হেইডেন, কেভিন পিটারসন, মাইকেল ক্লার্ক, সঞ্জয় মাঞ্জরেকার, অ্যারন ফিঞ্চ, ইয়ান বিশপ, নিক নাইট, সাইমন ক্যাটিচ, ড্যানি মরিসন, ক্রিস মরিস, স্যামুয়েল বদ্রি, কেটি মার্টিন, গ্রাহাম সোয়ান, দীপ দাশগুপ্ত, হার্ষা ভোগলে, মপুমেলেলো মাঙ্গওয়া, আঞ্জুম চোপড়া, মুরালি কার্তিক, ডব্লিউবি রমন, নাটালি জার্মন্ডস, ড্যারেন গঙ্গা, মার্ক হোয়ার্ড এবং রোহান গাভাস্কার।

হিন্দিতে ধারাভাষ্য দেবেন -হরভজন সিংহ, ইরফান পাঠান, অম্বাতি রাইডু, রবি শাস্ত্রী, সুনীল গাভাস্কার, বরুণ অ্যারন, মিতালি রাজ, মোহম্মাদ কাইফ, সঞ্জয় মাঞ্জরেকার, ইমরান তাহির, ওয়াসিম জাফর, গুরকিরত মান, উন্মুক্ত চাঁদ, বিবেক রাজদান, রজত ভাটিয়া, দীপ দাশগুপ্ত, রমন ভানোত, পদ্মজিৎ শেহরাওয়াত এবং যতীন সাপরু।

বাংলায় ধারাভাষ্য দেবেন- অশোক দিন্দা, অভিষেক ঝুনঝুনওয়ালা, গৌতম ভট্টাচার্য্য, সঞ্জয় ব্যানার্জি ও অর্ঘ্য ভট্টাচার্য্য।

এছাড়া জাতীয় পর্যায়ে ১৬ জন, তামিল ভাষায় ১৩ জন, তেলেগু ভাষায় ১৪ জন, কন্নড় ভাষায় ১৩ জন, মারাঠি ভাষায় ৫ জন, মালায়লাম ভাষায় ৫ জন ও গুজরাটি ভাষায় ৫ জন ধারাভাষ্য দেবেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম