Logo
Logo
×

খেলা

আফগান তারকা রশিদ খানের মাইলফলক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৪, ১০:৫৫ পিএম

আফগান তারকা রশিদ খানের মাইলফলক

পিঠের চোট ও অস্ত্রোপচারের ধকল সামলাতে রশিদ খানের মতো ব্যস্ত ক্রিকেটারকে মাঠের বাইরে থাকতে হয়েছে চার মাস। তবে লম্বা সময় মাঠের বাইরে থাকলেও তার বোলিংয়ের ধার কমেনি একটুও।

শুক্রবার শারজায় আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে চার ওভারে ১৯ রানে তিন উইকেট নিয়ে সফল প্রত্যাবর্তনের পাশাপাশি দারুণ এক মাইলফলকও ছুঁয়েছেন রশিদ।

চোট কাটিয়ে ফেরার ম্যাচে অধিনায়কের দুর্দান্ত বোলিংয়ের পরও অবশ্য জিততে পারেনি আফগানিস্তান। আয়ারল্যান্ডের ১৪৯ রানের জবাবে মাত্র ১১১ রানে অলআউট হয়ে আফগানরা হেরেছে ৩৮ রানে।

দলকে জেতাতে না পারলেও আফগানিস্তানের প্রথম বোলার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন রশিদ।

টি-টোয়েন্টিতে ৮৩ ম্যাচে তার প্রাপ্তি ১৩৩ উইকেট। এছাড়া ১০৩ ওয়ানডেতে ১৮৩ ও পাঁচ টেস্টে ৩৪ উইকেট নিয়েছেন এই লেগ-স্পিনার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম