Logo
Logo
×

খেলা

‘আইপিএলে ফেরার সুযোগে আমি সত্যিই রোমাঞ্চিত’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৪, ১০:১৯ পিএম

‘আইপিএলে ফেরার সুযোগে আমি সত্যিই রোমাঞ্চিত’

আট বছর পর আইপিএল খেলার সুযোগ পেয়ে রোমাঞ্চিত অস্ট্রেলিয়ান তারকা পেসার মিচেল স্টার্ক। গত ডিসেম্বরে নিলামে মিচেল স্টার্ককে দলে নিতে রীতিমতো কাড়াকাড়ি লেগে যায়।

রেকর্ড ২০ কোটি ৫০ লাখ রুপিতে অস্ট্রেলিয়ান অধিনায়ককে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। ঘণ্টাখানেক পরই সেই রেকর্ড ভেঙে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে স্টার্ককে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ।

আইপিএলে স্রেফ দুটি মৌসুমে খেলেছেন স্টার্ক। ২০১৪ ও ২০১৫ সালে খেলেছেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। প্রথমবার ১৪ ম্যাচ খেলে ১৪ উইকেট শিকার করেন। পরের আসরে ১৩ ম্যাচে শিকার করেন ২০ উইকেট। 

২০১৮ সালে আইপিএলের আগে নিলামে তাকে দলে নেয় কলকাতা। কিন্তু চোটের কারণে খেলতে পারেননি। এরপর কয়েক মৌসুমে আর নিলামে নাম দেননি। 

এবার ফিরছেন রেকর্ড পারিশ্রমিকে। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে ৩৪ বছর বয়সী বাঁহাতি এই পেসার বলেন, ‘আইপিএলে সবশেষ খেলার আট বছর পেরিয়ে গেছে। ২০১৮ সালে কেকেআরে আমার থাকার কথা ছিল। ২০১৪ ও ২০১৫ সালে আরসিবির সঙ্গে আমার স্মৃতিগুলো মনে হয় ঝাপসা হয়ে গেছে। আবার ফেরার সুযোগ পেয়ে আমি সত্যিই রোমাঞ্চিত।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম