‘হাথুরুর মাথা গরম, বিশ্বকাপে একনায়কতন্ত্রের চেষ্টা করেছে’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৪, ০৭:১১ পিএম
জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের মাথা গরম। গত ক্রিকেট বিশ্বকাপে তিনি একনায়কতন্ত্র কায়েমের চেষ্টা করেছেন। এমন অভিযোগ করেছেন বিশ্বকাপে বাংলাদেশ দলের টিম ডিরেক্টরের দায়িত্ব পালন করা খালেদ মাহমুদ সুজন।
প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে বিশ্বকাপে অনেক কথা উঠেছে। আপনি কি দেখলেন? এমন প্রশ্নের জবাবে খালেদ মাহমুদ সুজন বলেন, আমি মনে করি হাথুরুসিংহে অন্যতম সেরা একজন কোচ। পরিকল্পনা থেকে কাজের প্রতি নিবেদন- আমি মনে করি তিনি সব সময় কোচ, ২৪ ঘন্টায় কোচ। হ্যাঁ আগে যখন তাকে দেখতাম তার কিছুটা মাথা গরম ছিলো। এই বিশ্বকাপের পর মনে হয়েছে বিশ্বকাপে তিনি কিছুটা একনায়কতন্ত্র চেষ্টা করেছিলেন।
দেশের একটি জনপ্রিয় অনলাইন পোর্টালকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সুজন আরও বলেন, আমি মনে করি যখন আপনি কোচ আপনাকে সবাইকে আগলে রাখতে হবে। যখন আপনার কাছে বড় ছাতা আছে সেখানে সবাইকে আলগাতে হবে। আপনি তা করতে না পারলে সমস্যা। আমি মনে করি তার ‘ম্যান ম্যানেজমেন্ট’ আরেকটু ভালো হতে পারে। আমি ভুল হতে পারি। যেটা আমি মনে করি বললাম। কোচ হিসেবে তিনি খুব ভালো আমাদের জন্য।