Logo
Logo
×

খেলা

বিশ্বকাপের ‘পুরোনো জিনিস ফোকাস করলে দুর্গন্ধ ছড়াবে’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৪, ০৬:৫৭ পিএম

বিশ্বকাপের ‘পুরোনো জিনিস ফোকাস করলে দুর্গন্ধ ছড়াবে’

গত বছর ভারতে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে প্রত্যাশিত পারফরর্ম করতে পারেনি বাংলাদেশ দল।  টুর্নামেন্টের সহযোগি সদস্য দল নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে কঠোর সমালোচনা মুখে পড়ে টাইগাররা। 

বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তদন্ত কমিটি ইতোমধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

সেই প্রতিবেদন প্রসঙ্গে বিশ্বকাপে বাংলাদেশ দলের টিম ডিরেক্টরের দায়িত্বে থাকা খালেদ মাহমুদ সুজন বলেছেন, বিশ্বকাপের পারফরম্যান্সে আমি খুশি না, যদিও আমরা দুই ম্যাচ জিতেছি। যে মানের ক্রিকেট আমাদের খেলার কথা ছিল, সেটা খেলতে পারিনি। 

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, আমরা নেদারল্যান্ডের কাছে হারটা সামলে উঠতে পারিনি। আমি মনে করি বিশ্বকাপের পর এত ঘাটাঘাটি না করে আগামী (জুনে ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য) টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে, আমাদের শ্রীলংকা সিরিজে চলছে, সেদিকে ফোকাস দেওয়া উচিত। যদি আমরা পুরনো জিনিসে ফোকাস করি, দুর্গন্ধ ছড়াবে।

দেশের একটি দৈনিককে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জাতীয় দলের সাবেক এই প্রধান কোচ আরও বলেন, আমার কোন পরামর্শ নেই। আমি জানি না, আমি পুরো প্রতিবেদন পড়িনি। তদন্তে কিছু জিনিস খুঁজে পাওয়া গেছে। যা হয়ত বাংলাদেশের ক্রিকেটে আগামীতে কাজে লাগবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম