Logo
Logo
×

খেলা

ক্রিকেটার না হলে কী করতেন, জানালেন সিরাজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৪, ০৮:১৫ পিএম

ক্রিকেটার না হলে কী করতেন, জানালেন সিরাজ

ভারতীয় ক্রিকেটের এ সময়ের অন্যতম সেরা পেস বোলার মোহাম্মদ সিরাজ। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন তিনি। 

কিন্তু একটা সময়ে অভাবের কারণে প্রিয় খেলা ক্রিকেটই ছাড়তে চেয়েছিলেন সিরাজ। জন্মদিনে তার সেই স্মৃতি সোশ্যাল মিডিয়ায় ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

সেই ভিডিওতে সিরাজ বলেন, ‘হায়দরাবাদে নামলেই প্রথমে বাড়ি ফেরার কথা ভাবি। তারপর ঈদগাহ ময়দানে যাই। কারণ বিশ্বে যেখানেই যাই না কেন, ঈদগাহ ময়দানের মতো শান্তি কোথাও পাই না। এখান থেকেই আমি খেলা শুরু করেছিলাম।’

সিরাজ আরও বলেন, ‘আমি ক্যাটারিংয়ের কাজ করতাম। বাড়ির লোকজন বলত পড়তে; কিন্তু আমার ক্রিকেটটাই বেশি ভালো লাগত। খেলা নিয়েই সবসময় পড়ে থাকতাম। বাবাই আমাদের পরিবারের একমাত্র আয়ের মানুষ ছিলেন। তাই ক্রিকেট থেকে আয় করতে চাইতাম। একটা সেঞ্চুরি করে ২০০ টাকা পেলে আমার মন ভরে যেত। পুরো টাকা অবশ্য খরচ করতাম না। ১০০-১৫০ টাকা তো বাড়িতেই দিয়ে দিতাম। একবার তো রুমালি রুটি বানাতে গিয়ে হাত পুড়ে গিয়েছিল। এত কষ্ট করেছি বলেই আজ এ জায়গায় আসতে পেরেছি।’

ভিডিওতে সিরাজ আরও বলেছেন, ‘২০১৯-২০ সালে খেলা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম। কিন্তু সত্যি বলতে কী, কঠোর পরিশ্রম করলে কোনোদিন তা বৃথা যায় না। সেদিন ফল না পেলেও, আজ হোক বা কাল, পরিশ্রম আপনার কাজে লাগবেই।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম