Logo
Logo
×

খেলা

‘মাহমুদউল্লাহর অ্যাপ্রোচ শ্রীলংকাকে চাপে ফেলেছে’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৪, ০৭:৩৬ পিএম

‘মাহমুদউল্লাহর অ্যাপ্রোচ শ্রীলংকাকে চাপে ফেলেছে’

শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৩১ বল হাতে রেখেই ৬ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ। দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি ১২৯ বলে ১২২ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ম্যাচ সেরা হন। 

আজ দলের ঐচ্ছিক অনুশীলন শেষে ক্রিকেট বোর্ডের পাঠানো এক ভিডিও বার্তায় ব্যাটিং কোচ হেইম্প বলেন, ‘২৩ রানে ৩ উইকেট পড়ে গিয়েছিল, পাওয়ার প্লেতে এলো মাত্র ৫৫ রান। সেই মানসিক অবস্থা থেকে রানে ফেরাটা ছিল খুবই ইতিবাচক। শান্ত-মাহমুদউল্লাহর ৬৯ রানের জুটি, এরপর শান্ত-মুশফিকের ১৬৫ রানের জুটি অসাধারণ ছিল। ব্যক্তিগত নৈপুণ্য অবশ্যই খুব ভালো ছিল, তবে আমাদের জন্য মানসিকতাটাই বড়। মাথা ঠাণ্ডা রেখে খেলায় নিয়ন্ত্রণ ধরে রাখা, যেটা আমরা করতে পেরেছি।’

দলের ব্যাটিং বিপর্যয়ে প্রথম প্রতিরোধটা গড়ে তোলেন মাহমুদউল্লাহ। চাপের মুহূর্তে রিয়াদের অবিশ্বাস্য ব্যাটিং নিয়ে হেম্প বলেন, ‘বল সুইং করছিল। লংকানরা স্টাম্প লক্ষ্য করে বল করছিল। রিয়াদ খুব বুঝে শুনে খেলছিল। তার অ্যাপ্রোচ লংকানদের চাপে ফেলে দেয়। শান্তর সঙ্গে তার ৬৯ রানের জুটিই ম্যাচের গতিপথ পাল্টে দিয়েছে। তার অ্যাপ্রোচ শ্রীলংকার কাছ থেকে আমাদের হাতে নিয়ন্ত্রণ এনে দিয়েছে।’

মুশফিকের ৭৭ বলের ৭৩ রানের ইনিংস নিয়ে ডেভিড হেম্প বলেন, ‘মুশফিক ব্যাটিংয়ে নেমে আতঙ্কিত না হয়ে খেলাটা ধরে ফেলে। উইকেটে একবার থিতু হয়ে যাওয়ার পর বাউন্ডারি মারার সুযোগ তৈরি করে। ও সেগুলো কাজেও লাগিয়েছে; কিন্তু রান করা মানে শুধু বাউন্ডারির জন্য বসে থাকা নয়। সেও একই সঙ্গে সিঙ্গেলস নিয়ে রানের চাকাটা সচল রেখেছে।’

নাজমুলের ১২২ রানের অনবদ্য ইনিংস প্রসঙ্গে ব্যাটিং কোচ বলেন, ‘অধিনায়কের সামনে থেকে নেতৃত্ব দেওয়াটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। শান্ত সেটাই করেছে। আর শুধু একশ করাই নয়, ওয়ানডেতে এটা তার সর্বোচ্চ রানের ইনিংসও। কাজেই একজন খেলোয়াড় এবং দলের অধিনায়ক হিসেবেও দিনটা খুব ভালো ছিল তার জন্য। যতক্ষণ আমরা এ কাজগুলো করতে পারব, আশা করি, আমরা এগিয়ে যেতে থাকব।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম