‘ইংল্যান্ডের ক্রিকেটারদের ভাব দেখে মনে হয় তারা ভারতে এসে দয়া করছে’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৪, ০৫:৫২ পিএম
ইংল্যান্ডের ক্রিকেটারদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সুনিল গাভাস্কার।
ক্রিকেট থেকে অবসরে ধারাভাষ্য পেশায় জড়িয়ে যাওয়া গাভাস্কার বলেছেন, ‘ভারত সফরে এসে ইংল্যান্ডের ক্রিকেটাররা এমন একটা ভাব করছিল, যেন তারা ভারতে এসে দয়া করেছে। ভারতের তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া দলই ইংল্যান্ডকে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ৪-১ ব্যবধানে হারিয়ে দিয়েছে। দেখে খুব মজা লাগছে।’
ভারতের হয়ে টেস্ট আর ওয়ানডেতে ৩৩৩ ম্যাচে অংশ নিয়ে ৩৫টি সেঞ্চুরি আর ৭২টি ফিফটির সাহায্যে ১৩ হাজার ২১৪ রান করেন গাভাস্কার।
৭৪ বছর বয়সি এই সাবেক তারকা ক্রিকেটার আরও বলেন, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) যেসব কর্মকর্তা বিভিন্ন বিমানবন্দরে ইংল্যান্ডের ক্রিকেটারদের স্বাগত জানাতে যাচ্ছিলেন, তাদের চোখমুখ দেখেও মনে হয়েছিল যেন ইংল্যান্ড আসায় বাধিত হয়েছেন।’
অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের প্রশংসা করে গাভাস্কার বলেন, কিন্তু অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের দেখুন। ওরা সব সময় ভালো খেলে। ভারতের সংস্কৃতির সঙ্গেও খাপ খাইয়ে নিতে চায়। এ কারণেই অস্ট্রেলিয়ানরা আইপিএলের গুরুত্ব বুঝতে পেরেছে। শুধু অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাই নয়। অস্ট্রেলিয়ার ফিজিও, কোচ, ট্রেনাররা আইপিএলে এসে প্রচুর টাকা আয় করছেন।’