Logo
Logo
×

খেলা

ঢাকা লিগে তামিম কেন তিন নম্বরে ব্যাটিংয়ে?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৪, ০৪:৪৩ পিএম

ঢাকা লিগে তামিম কেন তিন নম্বরে ব্যাটিংয়ে?

গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে নিচের দিকে ব্যাটিংয়ে নামতে বলায় বিশ্বকাপ খেলতে যাননি তামিম। অথচ চলমান ঢাকা লিগে তিনি ব্যাটিং করছেন তিন নম্বর পজিশনে। 

আজ বৃহস্পতিবার সাভারে মুখোমুখি হয়েছে প্রাইম ব্যাংক ও ব্রাদার্স ইউনিয়ন। বিকেএসপিতে টস করতেও দেখা যায়নি প্রাইম ব্যাংক অধিনায়ক তামিমকে। তখন অনেকেই ধরে নিয়েছেন, তামিম হয়তো খেলবেন না এই ম্যাচে।

ওপেনিংয়ে নামেন জাতীয় দলের দুই ব্যাটসম্যান শাহাদাত হোসেন দিপু ও পারভেজ হোসেন ইমন। দুজনের জুটি পার করে ফেলে ২০ ওভার। প্রথম উইকেট পড়ার পর হঠাৎ ব্যাট-প্যাড নিয়ে মাঠে নামেন তামিম। ওয়ানডাউনে নেমে ১৫ বলে ১৬ রানের বেশি করতে পারেননি দেশ সেরা এই ওপেনার। 

সাভারে ম্যাচ হওয়ায় যেতে দেরি হয়েছে তামিমের। ঢাকা থেকে রওনা দিয়ে পথে জ্যাম পেয়েছেন দেশ সেরা ওপেনার। সকালে রাজধানীর গাবতলীতে ট্রাকের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত হলে সড়ক অবরোধ করেন স্থানীয়রা। ব্যাহত হয় যানবাহন চলাচল। তামিমও জ্যামে আটকে নির্ধারিত সময়ে মাঠে পৌঁছতে পারেননি। সেই কারণে মূলত ওয়ানডাউনে ব্যাট করতে নামেন বাঁহাতি এই ওপেনার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম