Logo
Logo
×

খেলা

অবিশ্বাস্য বোলিংয়ে ১৭ রানে ৫ উইকেট শিকার নবির

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৪, ০৯:৩৪ পিএম

অবিশ্বাস্য বোলিংয়ে ১৭ রানে ৫ উইকেট শিকার নবির

১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে আফগান ক্রিকেটের অনেক পালাবদলের সাক্ষী মোহাম্মদ নবি। যুদ্ধবিধ্বস্ত দেশটি তলানি থেকে উঠে এসে এখন বিশ্ব ক্রিকেটে সমীহ জাগানো এক শক্তি। 

নবি নিজেও অনেক সাফল্যে সিক্ত করেছেন নিজেকে। একটি অপূর্ণতা তবু ছিল। এতটা পথ পেরিয়ে অবশেষে ৩৯ বছর ৭১ দিন বয়সে এই প্রথম পাঁচ উইকেট পেলেন আফগান অলরাউন্ডার।

মঙ্গলবার শারজায় আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১০ ওভারে মাত্র ১৭ দিয়ে পাঁচ উইকেট নেন নবি। আফগানিস্তানের ২৩৬ রানের জবাবে আয়ারল্যান্ড গুটিয়ে যায় ১১৯ রানে। 

১১৭ রানের জয়ে আফগানরা সিরিজ জিতেছে ২-০ ব্যবধানে। পাঁচ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ৪৮ রানের ইনিংসের সুবাদে নবিই ম্যাচ সেরা।

ওয়ানডে ইতিহাসে নবির চেয়ে বেশি বয়সে পাঁচ উইকেট নিয়েছেন শুধু দুজন। ম্যাচ শেষে নবির কণ্ঠে ছিল প্রথম প্রাপ্তির উচ্ছ্বাস, ‘অনেক অপেক্ষার পর অবশেষে পাঁচ উইকেট পেলাম। মনে হয় ১৭ বা ১৮ বছর অপেক্ষার পর।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম