গত ১৪ মাসে ঋষভ পন্তের জীবনে ঘটে গেছে অনেক কিছু। ভয়াবহ সড়ক দুর্ঘটনার দু:সহ স্থৃতি পেছনে ফেলে এখন তিনি প্রহর গুনছেন আইপিএল দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার।
ক্যারিয়ারের নতুন শুরুর আগে ঠিক যেন অভিষেকের অনুভ‚তি হচ্ছে ভারতের এই কিপার ব্যাটারের। আর ২০২২ সালের ৩০ ডিসেম্বরের সেই দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়াটা তার কাছে মনে হচ্ছে অলৌকিক কিছু।
বুধবার টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎসারে পন্ত মনে হয়েছে ঐশ্বরিক কিছু আমাকে বাঁচিয়েছে। আমি শুধু হাঁটুতে চোট পেয়েছি। কল্পনা ও করতে পারি না যে, এরচেয়ে কতাটা খারাপ হতে পারত। চিকিৎসকরা এমনকি পা কেটে ফেলার কথাও বলেছিলেন।’
কয়েক দফা অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়া শেষে এখন তিনি মাঠে ফিরতে পুরোপুরি প্রস্তুত। মঙ্গলবার বোর্ডের ফিটনেস সার্টিফিকেটও পেয়েছেন। প্রায় ১৫ মাস পর দিলি ক্যাপিটালসের হয়ে মাঠে ফেরা নিয়ে পন্ত বলেন, ‘আমি একই মঙ্গে রোমাঞ্চিত ও নার্ভাস। মনে হচ্ছে আবারও যেন অভিষেক হতে যাচ্ছে আমার। জীবনে এত কিছু ঘটে যাওয়ার পর আমার আবার ক্রিকেট খেলতে পারাটা মিরাকলের চেয়ে কম নয়।’