Logo
Logo
×

খেলা

বিপিএলে ৩ ম্যাচ খেলে ১ কোটি ২৪ লাখ নেন মিলার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৪, ০৮:৪৬ পিএম

বিপিএলে ৩ ম্যাচ খেলে ১ কোটি ২৪ লাখ নেন মিলার

এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে শেষ তিনটি ম্যাচ খেলার জন্য এক কোটি ২৪ লাখ টাকা নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডেভিড মিলার। 

শুধু তাই নয়, এজন্য নিজের বিয়ে পিছিয়ে দেন তিনি। এই দাবি ওয়াসিম আকরামের। পাকিস্তানে এক অনুষ্ঠানে আকরাম বলেন, ‘শুনেছি নিজের বিয়ে পিছিয়ে দিয়ে বিপিএলে খেলার জন্য মিলার এক কোটি ২৪ লাখ টাকা নিয়েছে।’

ভারতের কলকাতার আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণ এই খবর দিয়েছে। বিপিএল খেলে দেশে ফেরার পর গত ১০ মার্চ কেপটাউনে দীর্ঘদিনের বান্ধবী ক্যামিলা হ্যারিসকে বিয়ে করেন মিলার।

গত ১ মার্চ শেষ হয় বিপিএল। ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে বরিশাল।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম