Logo
Logo
×

খেলা

বাংলাদেশ-শ্রীলংকা প্রথম ওয়ানডেতে সম্ভাব্য একাদশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৪, ০৭:২২ পিএম

বাংলাদেশ-শ্রীলংকা প্রথম ওয়ানডেতে সম্ভাব্য একাদশ

আগামীকাল বুধবার বেলা আড়াইটায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। 

সিরিজ শুরুর আগে মঙ্গলবার শ্রীলংকার প্রধান কোচ ক্রিস সিলভারউড সংবাদ সম্মেলনে বলেন, ‘সত্যি বলতে আমার কোনো ধারণা নেই। আমি প্রেস রিলিজ সামলাই না। আমি দুর্ভাগ্যজনকভাবে উত্তর দিতে পারছি না।’

বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতে ফুরফুরে মেজাজে রয়েছে শ্রীলংকা ক্রিকেট দল। 

শ্রীলংকা বর্তমানে ৯১ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ে সপ্তম পজিশনে আছে। ওয়ানডে ফরম্যাটে তারা দুর্দান্ত ফর্মে আছে। বাংলাদেশ সফরে আসার আগে আফগানিস্তানকে তিনি ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হারিয়েছে। 

অন্যদিকে বাংলাদেশ ওয়ানডেতে ৮৭ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম পজিশনে আছে। সম্প্রতি নিউজিল্যান্ড সফরে গিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে টাইগাররা। 

বাংলাদেশ-শ্রীলংকা হেড টু হেড: ওয়ানডেতে দুই দল ৫৪ ম্যাচে অংশ নেয়। তার মধ্যে ৪২টিতে জয় পায় ১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকা। বাংলাদেশ মাত্র ১০ ম্যাচে জয় পেয়েছে। বাকি দুই ম্যাচে কোনো ফলাফল হয়নি। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

শ্রীলংকার সম্ভাব্য একাদশ: কুশাল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, আবিষ্কা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, সাহান আরাচিগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্থা চামেরা, দুনিথ ওয়ালেলাগা, মহেশ থিকসানা ও দিলশান মাধুশঙ্কা। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম